বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আবারও রোমান্টিক কমেডি ঘরানার সিনেমায় অভিনয় করতে চান। তবে বর্তমান সময়ে এমন গল্প বা কনটেন্টে খুব কম প্রযোজক ও নির্মাতা আগ্রহ দেখাচ্ছেন বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
চলতি মাসের শুরুতে ৪০ বছরে পা রাখার আগে ভক্তদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে বসেছিলেন দীপিকা। সেই আড্ডায় এক ভক্ত জানতে চান, কবে আবার তাকে রোম-কমে দেখা যাবে। জবাবে দীপিকা বলেন, খুব শিগগিরই এমন কিছু করার আশা রাখেন তিনি। দর্শক হিসেবেও, অভিনেত্রী হিসেবেও এই ঘরানার সিনেমা তার ভীষণ প্রিয়। তবে তার মতে, বর্তমানে দর্শক ও ইন্ডাস্ট্রির চাহিদা কিছুটা ভিন্ন দিকে ঝুঁকছে। তবুও অনেক মানুষ যদি রোমান্টিক কমেডি দেখতে চান, তাহলে সেটি বড় একটি দর্শকগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে বলেই তিনি মনে করেন।
অনুষ্ঠান চলাকালীন ভক্তদের মধ্যে উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। কেউ চাইছিলেন রণবীর সিংয়ের সঙ্গে দীপিকাকে রোম-কমে দেখতে, কেউ আবার হৃত্বিক রোশান বা শাহরুখ খানের নাম প্রস্তাব করেন। উপস্থাপক মজার ছলে জানতে চান, কাকে নিয়ে রোমান্টিক কমেডি করতে চান দীপিকা। ভক্তদের চিৎকারে সবচেয়ে বেশি সমর্থন পায় রণবীর সিংয়ের নাম। তখন হাসতে হাসতে দীপিকা বলেন, ধুরন্ধর টাইপের সিনেমা ঠিক আছে, কিন্তু রোমান্টিক কমেডিও দরকার।
দীপিকা আরও জানান, থিয়েটারে হোক বা ওটিটি রোমান্টিক কমেডিতে কাজ করার সুযোগ পেলে তিনি খুশিই হবেন। তবে বাস্তবতা হলো, এই মুহূর্তে নাটক, প্রেমের গল্প বা হালকা মেজাজের সিনেমার জন্য খুব কম প্রযোজক এগিয়ে আসছেন। তার টিম নিয়মিত এমন গল্প খোঁজে, কিন্তু নতুন লেখাও খুব একটা তৈরি হচ্ছে না বলে জানান তিনি।
সবশেষ ২০২৪ সালে ‘ফাইটার’, ‘কাল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংহাম এগেইন’-এ দেখা গেছে দীপিকাকে। সামনে শাহরুখ খানের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ এবং আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির নতুন একটি সিনেমাতে অভিনয় করার কথা রয়েছে তার। উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দীপিকা ও রণবীরের ঘর আলো করে জন্ম নেয় তাদের কন্যা দুয়া।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএন