নেপাল-ভূটান ম্যাচ দিয়ে বিকেলে শেষ হয়েছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। রোববার দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচের পর হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী মো. সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ট্রফি তুলে দেন। একই সঙ্গে তিনি সাবিনার গলায় পড়িয়ে দিয়েছেন স্বর্ণ পদক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাফুফে সদস্য এবং নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, সাফের অন্যান কর্মকর্তা এবং থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথমবার হওয়া সাফের এই আসরে রানার্সআপ হয়ে রৌপ্য পদক পেয়েছে ভারত। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে নেপাল।
টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের কোনো পুরস্কার ছিল না। বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন আসরে সর্বোচ্চ ১৪ গোল করেছেন।
এমআর/টিএ