ময়মনসিংহে মানুষের ১২টি মাথার খুলি ও হাড়গোড়সহ যুবক আটক

ময়মনসিংহে একটি বাসা থেকে মানুষের ১২টি মাথার খুলিসহ বিপুল পরিমাণ হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এঘটনায়  নগরীর রামকৃষ্ণ মিশন রোডের ওই বাসা থেকে বাপ্পী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে মানুষের দেহের এসব কঙ্কাল উদ্ধার করে। আটক বাপ্পী নগরীর কবরখানা রোড এলাকার বাসিন্দা।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে পুলিশ বিষয়টি আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বাপ্পী দীর্ঘদিন ধরে কঙ্কালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও সে একই অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। একটি মামলায় সে জেলও খেটেছে। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে বাপ্পী আবারো একই অপরাধ শুরু করে। বিষয়টি জানতে পেরে মানুষের মাথার খুলি ও দেহের বিভিন্ন হাড়গোড়সহ তাকে আটক করা হয়েছে।

জানা গেছে, মৃত লাশ কবর থেকে তুলে দেহের বিভিন্ন অঙ্গের হাড়গোড় চুরি করতো বাপ্পী। এরপর এসব কঙ্কাল কেমিক্যালের মাধ্যমে প্রক্রিয়াজাত করে রাখা হতো। দেশের বাইরে এসব কঙ্গালের ব্যাপক চাহিদা রয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ