পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টানা তিন হারে ফাইনালের লড়াই থেকে আগেই ছিটকে গেছে টাইগাররা। বাবরদের বিপক্ষে শেষ ম্যাচটি তাই কেবল নিয়ম রক্ষার। তবে বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন ও ছন্দ খুঁজে পেতে এ ম্যাচে জয় চায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগের একাদেশ ফের আনা হয়েছে দুই পরিবর্তন।
ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।
সেরা কম্বিনেশন খুঁজে পেতে প্রথম তিন ম্যাচের পর চতুর্থ ম্যাচেও ফের একাদশে আনা হয়েছে পরিবর্তন। কিউইদের বিপক্ষে বিশ্রামে থাকা দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে আবার ফেরানো হয়েছে। বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
৭ টা ৩৯ মিনিট, ১৩ অক্টোবর ২০২২
আবারো একাদশে রদবদল, ব্যাটিংয়ে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টানা তিন হারে ফাইনালের লড়াই থেকে আগেই ছিটকে গেছে টাইগাররা। বাবরদের বিপক্ষে শেষ ম্যাচটি তাই কেবল নিয়ম রক্ষার। তবে বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন ও ছন্দ খুঁজে পেতে এ ম্যাচে জয় চায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আগের একাদেশ ফের আনা হয়েছে দুই পরিবর্তন।
সেরা কম্বিনেশন খুঁজে পেতে প্রথম তিন ম্যাচের পর চতুর্থ ম্যাচেও ফের একাদশে আনা হয়েছে পরিবর্তন। কিউইদের বিপক্ষে বিশ্রামে থাকা দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে আবার ফেরানো হয়েছে। বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
ত্রিদেশীয় সিরিজের আপাতত পাওয়ার কিছু নেই বাংলাদেশের। টানা তিন ম্যাচ হেরে ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে সাকিব বাহিনী। আরব আমিরাত সিরিজ বাদ দিলে ক্যারিবীয় সফর থেকে টানা ৭ ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন এবং ছন্দ খুঁজে পেতে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিকেও গুরুত্বের সঙ্গে দেখছেন অধিনায়ক সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার (১২ অক্টোবর) ম্যাচ হারের পর সাকিব বলেন, ‘এখানে জিততে এসেছি। জিতলে মোমেন্টাম পাব; ফলে কালকের (বৃহস্পতিবার) ম্যাচও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।’
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের শেষ সময় ১৫ অক্টোবর। প্রয়োজনে সে অপশনটা নিয়েও ভাববে টিম ম্যানেজমেন্ট। তবে, আপাতত লক্ষ্য একটাই, কম্বিনেশন যেমনই হোক, ট্রাইনেশন সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়ে অস্ট্রেলিয়ার বিমান ধরবে টাইগাররা।