রাজধানীতে সকাল থেকেই মুষল ধারে বৃষ্টি হতে দেখা গেছে।
আজ শুক্রবার (০৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পল্টন, মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, রামপুরা, বারিধারা, গুলশান, মগবাজার, হাতিরঝিল, মুগদা, খিলগাঁও, বাসাবো, যাত্রাবাড়ীসহ বেশ কিছু এলাকায় এ বৃষ্টি হতে দেখা যায়। ভ্যাপসা গরমে ঝুম বৃষ্টি স্বস্তি ফিরে আনে নগরীতে।
বৃষ্টির সাথে ছিল বিজলির চমক, মেঘের ডাক। গতকাল বৃহস্পতিবারও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়। আগের দিন থেকেই রাজধানীর তাপমাত্রা তুলনামূলক কম ছিল। রাত থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা।