সারাদেশে চিকিৎসক নিগ্রহ ও ঢাকার সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় গ্রেফতার ডা. মিলি, ডা. মুনা ও ডা. শাহজাদীর নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অবস্টেট্রিক্যাল গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ(ওজিএসবি) রংপুর ব্রাঞ্চের চিকিৎসকরা।
রবিবার (৯জুলাই) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানব্বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রংপুরে কর্মরত সকল ধরনের গাইনোলোজি চিকিৎসকেরা অংশ নেন।
গ্রেফতার চিকিৎসকদের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ২৪ঘন্টাই ঝুঁকি নিয়ে কাজ করি। সেবা দিতে গিয়ে এক্সিডেন্ট হতে পারে। যদি চিকিৎসকের অবহেলা থাকে আইনানুযায়ী দতন্ত করে তার বিচার হবে। কিন্তু তদন্ত ছাড়া চিকিৎসদের গ্রেফতার এটার কোন যুক্তি নেই। আমরা এখন ডেলিভারিতে ভয়ে থাকি। কারণ যদি এক্সিডেন্টে কিছু হয় তাহলে তো জেল খাটতে হবে। ভয় নিয়ে তো চিকিৎসা হয় না। তাই আমরা এর একটা সুরাহা চাই। গ্রেফতারকৃতদের মুক্তি দিয়ে তদন্ত করে যে প্রকৃত দোষী তাকে শাস্তির আওতায় আনা হোক।
মানব্বন্ধনে অংশ নেয়া ওজিএসবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রফেসর ডা. শাহী ফারজানা তাসনিম বলছেন, গাইনোকোলজি চিকিৎসকেরা ২৪ ঘন্টা সেবা দেয়। তারা সেখানে গিয়েছিল রোগীকে বাঁচাতে মার্ডার করতে নয়। তারপরও সেখানে যেহেতু মা সন্তান দুজনই মারা গেছে আমরা সে বিষয়টাকে সমবেদনা জানাই। পাশাপাশি বলতে চাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ হোক। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তবে তদন্ত ছাড়া তাদের গ্রেফতার করা হয়েছে। তৃতীয় একজন ব্যক্তি তাদের জীবন বাঁচাতে এসেছিলেন তাকেও নিম্ন আদালতে হাজির হতে বলেছে। আমরা দাবি করছি, তাদের জামিন দিক এবং তারপর তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ হয় সেটিই নেয়া হয়। সেখানে আমরা কোন দ্বিমত করবো না তবে তদন্ত ছাড়া গ্রেফতারের প্রতিবাদ জানাই।
মানব্বন্ধনে অংশ নেয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাক্ষ ডা. আজিজুল হক, গাইনোলোজি বিভাগের প্রধান প্রফেসর ডা. শারমিন সুলতানা লাকী, অবস্টেট্রিক্যাল গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ(ওজিএসবি) রংপুর ব্রাঞ্চের সহ-সভাপতি প্রফেসর ডা. আনিসা বেগম প্রমূখ।