পরিক্ষার ফল জানতে পারলো না মামুন





মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল দিয়েছে আজ। এ পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। এ খবর জানার আগেই মারা যায় সে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্তশূন্যতা রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মামুন। 

শুক্রবার (২৮ জুলাই) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক আল ইমরান।

তিনি জানান, আব্দুল্লাহ আল মামুন রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী। মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জিলা স্কুলে ৩য় শ্রেণিতে ভর্তি হয়েছিল। 

মেধাবী মামুনের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ডাংগিরহাট বামন দিঘি এলাকায়। তার বাবা মোস্তফা জামান মা আরজিনা বেগম। দু্ই ভাইয়ের মধ্যে সে বড়। ছোট ভাই আব্দুল্লাহ আল মুনতাসীর জিলা স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। 

এদিকে আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুর খবরে গোটা জিলা স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরীক্ষার রেজাল্টের দিনে আনন্দ নেই জিলা স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের মাঝে। 

জিলা স্কুলের শিক্ষক আল ইমরান ঢাকা মেইলকে জানান, ছেলেটি খুবই মেধাবী ছিল। খুবই মিশুক ছিল। বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার। এবারে ভালো ফলাফল করেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। সে রেজাল্ট জানতে পেল না। 

রংপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক সাহিনা সুলতানা জানান, আমরা শোকাহত। আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

Share this news on: