ইরান থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে না স্যামস্যাং এলজি

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে স্যামসাং ব্যবসা গুটিয়ে নেয়ার খবর নাকচ করেছে প্রতিষ্ঠানটি। লন্ডনভিত্তিক বিএনিই ইন্টেলি নিউজ এ খবর দিয়েছে।

স্যামসাং এবং এলজি ইলেক্ট্রনিক্স কোম্পানি ইরান ছেড়ে চলে যাচ্ছে এমন একটি খবর বেরিয়েছিল এর আগে। ওই খবরে আরো বলা হয়- ইতোমধ্যে কোম্পানি দুটি তাদের ব্যবসায়িক কার্যক্রম কমিয়ে দিয়েছে।

এ বিষয়ে স্যামসাং বলছে, ‘স্যামসাংয়ের কাছে সবসময় ইরানি ভক্ত ও ক্রেতাদের আলাদা মূল্যায়ন রয়েছে এবং সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য নিয়ে ইরানের বাজারে শক্ত উপস্থিতি বজায় রেখেছে। আন্তর্জাতিক ও ভূ-রাজনৈতিক নানা ঘটনার পরও এ অবস্থার কোনো পরিবর্তন হয়নি।’

এলজির পক্ষ থেকে এমন কোনো বিবৃতি দেয়া হয়নি তবে প্রায় সময়ই স্যামসাংয়ের অবস্থান অনুসরণ করে এলজি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান হচ্ছে স্যামসাং এবং এলজির জন্য গুরুত্বপূর্ণ বাজার।

কোম্পানি দুটির স্মার্টফোনসহ ওয়াশিংমেশিন, টিভি সেট, এয়ারকন্ডিশনার ও টেলিযোগাযোগের যন্ত্রপাতির মতো গৃহস্থালিতে ব্যবহার্য পণ্যের ব্যাপক  চাহিদা রয়েছে ইরানে।

 

টাইমস/এসআই

Share this news on: