সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ২৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বীরগাঁও গ্রামের তয়ফুর হোসেন ও নুয়েল আহমদের মধ্যে জমিতে গরুর ধান খাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। সংঘর্ষে আহত ২৬ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- শাহীদুল, শহীদুর রহমান, হাবিবুর রহমান রিমন, শহিদুর রহমান, সুবেল, মাজিদনুর রহমান, সাব্বির, সুমান, সবিননূর, তইদুল, কানাই, জিসান, ওয়েজনূর, জাহিন, রুবেজ আহমদ, শিপন, দুলন আহমদ, তইবুল হোসেন, নিয়াজ, শাওন, জমির হোসেন, সেবেননূর, কাসেম, সাদু মিয়া, হেলাল, আবু আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ