কারাগা‌রে আওয়ামী লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের মরদেহ

কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় এক যুব‌কের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। রোববার (১৬ মার্চ) সকা‌লে উপ‌জেলার যাদুরচর ইউ‌নিয়‌নের ধনারচর চ‌রের গ্রাম থে‌কে মরদেহটি উদ্ধার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লুৎফর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত যুব‌কের নাম আরিফুল ইসলাম (২২)। ‌তি‌নি ধনারচর চ‌রের গ্রা‌মের সুরুজ্জামাল মিয়ার ছে‌লে। সুরুজ্জামাল উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক ধর্মবিষয়ক সম্পাদক এবং যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। এলাকায় প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণাল‌য়ের সা‌বেক প্রতিমন্ত্রী জা‌কির হো‌সে‌নের ‘বড় ভাই’ হি‌সে‌বে প‌রি‌চিত। গত ৭ মার্চ পু‌লিশ তা‌কে গ্রেফতার ক‌রে। তি‌নি বর্তমা‌নে কুড়িগ্রাম কারাগা‌রে র‌য়ে‌ছেন।

নিহত আরিফুলের মরদেহের পা‌শে এক‌টি ডি‌ঙি নৌকায় মাদক সেব‌নের আলামত পে‌য়ে‌ছে পু‌লিশ। পা‌শে এক‌টি ভুট্টাক্ষে‌তের ভেতরে সংঘবদ্ধ একা‌ধিক ব্যক্তির মাদক সেব‌নের আলামত পাওয়া গে‌ছে। ত‌বে আরিফ মাদকসেবী‌দের সঙ্গী না‌কি তা‌দের হামলার শিকার হয়েছেন, তা নি‌শ্চিত হওয়া যায়‌নি।

আরিফের বড় ভাই আনোয়ার হো‌সেন ব‌লেন, ‘আরিফ ট্রাক্টর চালায়। শনিবার রা‌তে গা‌ড়ি চা‌লি‌য়ে বাসায় ফে‌রে। সে‌হেরি খে‌য়ে ভো‌রে আবার গা‌ড়ি নি‌য়ে বের হয়। কিন্তু সকা‌লে তার ভাসমান মরদেহ দেখ‌তে পাই। আমার বড় ভাই গি‌য়ে মরদেহ ডাঙায় তো‌লে। প‌রে পু‌লিশ এসে মরদেহ ও আলামত উদ্ধার ক‌রে নি‌য়ে যায়। আমার ভাইকে মে‌রে পা‌নি‌তে ফেলে দেওয়া হ‌য়ে‌ছে।’

নৌকা ও ভুট্টাক্ষে‌তে মাদক সেব‌নের আলামত পাওয়ার বিষয়ে আনোয়ার ব‌লেন, ‘যারা আমার ভাই‌কে মে‌রেছে তারা মাদক সেবন ক‌রে‌ছিল। আমা‌দের স‌ন্দেহ তারা আমা‌দের গ্রা‌মের বা‌সিন্দা। আগে থে‌কে শত্রুতার ব‌শে ভাইকে মে‌রে ফেলেছে। এরপর নৌকার আড়া‌লে মরদেহ ফেলে রেখেছে। আমরা মামলা কর‌বো।’

আরিফের মাদক সং‌শ্লিষ্টতার প্রশ্নে আনোয়ার ব‌লেন, ‘পাঁচ বছর আগে তার মাদক সেব‌নের অভ্যাস ছিল। এজন্য ক‌য়েক মাস মাদক নিরাময় কেন্দ্রে রাখা হ‌য়েছিল। সেই থে‌কে মাদক সেবন বাদ দি‌য়েছে। প‌রে বাবা তা‌কে গা‌ড়ি কি‌নে দি‌য়েছেন।’

ওসি লুৎফর রহমান ব‌লেন, ‘মরদেহ উদ্ধার ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। সুরতহাল প্রতি‌বেদ‌নে শরী‌রে আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি। ময়নাতদ‌ন্তের প্রতি‌বেদন পে‌লে মৃত্যুর স‌ঠিক কারণ জানা যা‌বে।’

মাদক সেব‌নের আলামত জব্দের বিষয়ে ওসি ব‌লেন, ‘মরদেহের পা‌শে থাকা নৌকা ও পা‌শের এক‌টি ভুট্টাক্ষেতে মাদক সেব‌নের আলামত পাওয়া গে‌ছে। আমরা সা‌র্বিক বিষয় তদন্ত কর‌ছি।’

আরএইচ


Share this news on:

সর্বশেষ

img
কাশ্মীরে বন্দুকযুদ্ধ, নিহত ১ Mar 17, 2025
img
স্বাধীনতা দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব কর্মসূচি পালন করতে হবে Mar 17, 2025
img
তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা দেড় লাখ টাকা Mar 17, 2025
img
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচপাম্প চালানোর অনুরোধ Mar 17, 2025
img
বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত যুবক Mar 17, 2025
img
চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৬ নেতাকর্মী গ্রেফতার Mar 17, 2025
img
হঠাৎ বন্ধ বাংলাদেশিদের ওমরা ভিসা, কারণ জানে না এজেন্সি ও মন্ত্রণালয় Mar 17, 2025
img
গাড়িতে জব্দ সেই ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা Mar 17, 2025
img
‘বিনোদিনী’ চরিত্র নিয়ে রুক্মিণীর সঙ্গে তুলনা, ক্ষোভ প্রকাশ শুভশ্রীর Mar 17, 2025
img
ঐকমত্য কমিশনের কাছে এনআইডি রাখাসহ একগুচ্ছ প্রস্তাব ইসির Mar 17, 2025