খুলনায় সন্ত্রাসী হামলায় আহত প্যানেল চেয়ারম্যানের মৃত্যু

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুখ মোল্লা (৪৮) ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।

বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বেজেরডাঙ্গা মধ্যপাড়া এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।

নিহত ফারুক মোল্লা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা হাসেম মোল্লার ছেলে। তিনি সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

ফুলতলা থানার ডিউটি অফিসার এসআই মো. শফিকুল ইসলাম ফারুক মোল্লার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বেলা ১১টার দিকে ফুলতলা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে সদর ইউনিয়ন পরিষদে যান ফারুক মোল্লা। পরে একটি ফোন পেয়ে তিনি মোটরসাইকেলযোগে বেজেরডাঙ্গা রেল স্টেশনের দিকে রওনা হন। মধ্যডাঙ্গা সাবেক সেনা সদস্য মিজানুরের বাড়ির সামনে পৌঁছলে, আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতি রোধ করে।

এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত ভেঙে এবং বাম পায়ের রগ কেটে দেয়। মৃত্যু নিশ্চিত জেনে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে ফারুক মোল্লার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, নিহত ফারুককে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে ফেলে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের কাছে গুলিভর্তি একটি রিভলভার উদ্ধার করে বলে জানিয়েছেন ফুলতলা থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান। পুলিশ জানিয়েছে, নিহত ফারুক মোল্লার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি একটি চরমপন্থী দলের সদস্য এবং জেলা পুলিশের ৫ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী।

আরএইচ/টিএ

Share this news on: