ফের কঙ্গনার সঙ্গে জুটি বাঁধবেন হৃতিক

হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের তরজা সর্বজনবিদিত। একটা সময় দুই তারকার মধ্যে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িও হয়েছে। ‘কৃষ ৩’ ছবিতে অভিনয় করার সময় নাকি কঙ্গনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক। ই-মেলে নাকি দীর্ঘ দিন কথা হয়েছিল তাঁদের। যদিও এই গুঞ্জনে সায় দেননি হৃতিক। এই ঘটনাকে কেন্দ্র করে আইনি জটেও জড়িয়েছিলেন তাঁরা। কিন্তু সেই পুরনো তরজা ভুলে কি ফের একসঙ্গে কাজ করতে চলেছেন হৃতিক ও কঙ্গনা?

অভিনয়ের পরে এ বার পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে হৃতিক রোশনের। ‘কৃষ ৪’ ছবি পরিচালনার দায়িত্ব নিয়েছেন অভিনেতা। খবর প্রকাশ্যে আসতেই অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। ‘কৃষ’ ও ‘কৃষ ৩’ ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। ‘কৃষ ৪’-এর খবর প্রকাশ হতেই হৃতিককে শুভেচ্ছা জানান তিনিও। সমাজমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘দেশি গার্ল’। প্রিয়ঙ্কার এই পোস্ট দেখে ‘কৃষ’-এর অনুরাগীদের দাবি, এই ছবিতেও যেন পুরনো জুটিকেই দেখা যায়। প্রিয়া মেহরার চরিত্রে প্রিয়ঙ্কাকেই ফের দেখতে চান তাঁরা।

তবে অনুরাগীরা শুধু প্রিয়ঙ্কা নয়, কঙ্গনাকেও দেখতে চান। ‘কৃষ ৩’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা রনৌতও। খল চরিত্র হলেও, হৃতিক ও কঙ্গনার রসায়নও সাড়া ফেলেছিল। কঙ্গনার চরিত্রের নাম ছিল কায়া। তাই এক অনুরাগীর প্রশ্ন, “এই ছবিতেও কি কায়াকে দেখা যাবে?” এক অনুরাগীর পরামর্শ, “পুরনো সমস্যা মিটিয়ে নিন। এই ছবিতেও কায়াকে দেখতে চাই।”

বেশ কয়েক বছর আগেই ‘কৃষ ৪’ ছবির ঘোষণা হয়ে গিয়েছিল। তবে কবে ছবি মুক্তি পাবে, তা নিয়ে কোনও ঘোষণা হয়নি। গত বছর খবর ছড়িয়েছিল, ‘কৃষ ৪’ –এ নায়িকার চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। তবে এখনও সবটা জল্পনা বলেই অনুমান করা হচ্ছে। রাকেশ রোশন নিজেই ঘোষণা করেছেন, এই ছবি পরিচালনা করবেন হৃতিক। কিন্তু ছবির অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা নিয়ে এখনও কিছু জানাননি নির্মাতারা।
 
এসএন 

Share this news on: