এক সময় বলিউডে পর্দা কাঁপানো চুমু দৃশ্য মানেই ইমরান হাশমি। দর্শকরা তাকে চিনতেন ‘সিরিয়াল কিসার’ নামে। কিন্তু ইমরান হাশমি নিজে এই তকমা নিয়ে আদৌ খুশি ছিলেন না। সম্প্রতি ইউটিউবার রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্ট দ্য রানভীর শো (The Ranveer Show)-তে নিজের দীর্ঘ ক্যারিয়ার ও এই ‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা।
ইমরান বললেন, "এক সময় মানুষ ভাবত, আমি শুধু পর্দায় চুমু খেতেই জানি, অভিনয়টা পারি না। আমি জানতাম, এই ভাবনাটা একদিন বদলাবে। কিন্তু তখন হতাশা হত, কারণ আমি জানতাম আমি তার চেয়ে অনেক বেশি কিছু দিতে পারি।"
বলিউডে কেরিয়ারের প্রথম পর্বে ‘মার্ডার’, ‘জ্যাহের’, ‘আশিক বানায়া আপনে’, ‘চকলেট’, ‘কলিযুগ’, ‘গ্যাংস্টার’, ‘আওয়ারাপন’ এবং ‘জন্নত’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন ইমরান। এই ছবিগুলিতে ঘনিষ্ঠ দৃশ্য ও ঠোঁটঠাসা চুমুই হয়ে উঠেছিল তার পরিচয়। যদিও বক্স অফিসে সফল হলেও, অভিনেতার মতে, এইসব দৃশ্য অনেক সময় অপ্রাসঙ্গিকভাবেই জুড়ে দেওয়া হত।
আরএম/এসএন