বরবাদ চলচ্চিত্রে মানুষ কী দেখলো, জাতি কী শিখলো? এই চলচিত্র সেন্সরশিপ পায় কীভাবে? সম্প্রতি শাকিব খান অভিনীত 'বরবাদ' চলচ্চিত্র নিয়ে এসব কথা বলেন বাংলাদেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, এই ছবিতে যেভাবে কোকেন নেওয়া দেখানো হয়েছে, যেভাবে ধর্ষণ দেখানো হয়েছে, পুলিশকে ব্রাশফায়ার করে মারা দেখানো হয়েছে সেটা সেন্সরশিপ পাওয়ার কথা না।
তিনি আরো বলেন, আমি শাকিব খানের জায়গায় থাকলে এই সিনেমা করতাম না। এই গল্প মানুষকে কী শেখায়? কী মেসেজ দেয়? শাকিব খান এতো বড় একজন স্টার। তার প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা থাকে।
তিনি বলেন, আমরা রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, সোহেল রানা সাহেব থেকে কী শিখেছি আর এখন কী শিখছি।
এফপি/এস এন