আজ (১৫ এপ্রিল) দুপুর ১টা থেকে এ আন্দোলন চলছে শিক্ষার্থীদের। তাদের ভাষ্য, ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ছয় দফা দাবিতে রাজশাহীর রেলগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহীর বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শত শত শিক্ষার্থী। এতে ঢাকা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহীর বিভিন্ন দিক থেকে আসা যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আজ (১৫ এপ্রিল) দুপুর ১টা থেকে এ আন্দোলন চলছে শিক্ষার্থীদের। তাদের ভাষ্য, ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অন্যতম দাবিগুলো হলো— জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে। এছাড়া ছয় দফার সকল দাবি মানতে হবে।
রাজশাহী মডেল থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, অবরোধের ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর একটি টিম। তারা শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ থামিয়ে আলোচনায় বসে কথা বলার প্রস্তাব দেন। সেনাবাহিনীর হস্তক্ষেপের পর ছাত্ররা আরো কিছুক্ষণ সেখানে অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানান। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দাবি না মানলে আগামীকাল আবারো সড়ক অবরোধের ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। তবে আমরা সজাগ আছি যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কেউ না ঘটাতে পারে।
এফপি/টিএ