শিক্ষার্থীদের মার্কিন ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রজুড়ে ১৩০ জনের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন। তারা তাদের ভিসা অবৈধভাবে বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন। এতে দেশটিতে তাদের আইনি অবস্থান হুমকির মুখে পড়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

এই শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা হঠাৎ করেই ও বেআইনিভাবে সরকারের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (সেভিস) থেকে তাদের নাম মুছে দিয়েছে, যার ফলে তারা গ্রেপ্তার, আটক কিংবা দেশ থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন।

এই মামলাটি প্রথম ১১ এপ্রিল জর্জিয়া অঙ্গরাজ্যে ১৭ জন শিক্ষার্থীর পক্ষ থেকে দায়ের করা হয়। তার পর থেকে আরো ১১৬ জন শিক্ষার্থী এতে যোগ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন অভিবাসননীতিতে কঠোর অবস্থান নিচ্ছে, বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের লক্ষ্য করে, তখন এই মামলাটি উঠে এলো।

আদালতের নথি ও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে আন্তর্জাতিক শিক্ষার্থীরা হঠাৎ করেই জানতে পারছেন, তাদের ভিসা বাতিল করা হয়েছে—প্রায়ই খুব সামান্য কারণে বা কোনো কারণ ছাড়াই।

জর্জিয়ার মামলায় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোএম ও আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সকে। মামলায় বাতিল হওয়া ভিসাগুলো পুনর্বহালের আবেদনও জানানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ করা হয়নি ‘প্রতিশোধের আশঙ্কায়’। তবে প্রাথমিক ১৭টি মামলার সারাংশে দেখা যায়, ভিসা বাতিলের ঘটনা ছিল বেশির ভাগ ক্ষেত্রেই অস্পষ্ট এবং যেন হঠাৎ করেই হয়েছে, যেখানে প্রত্যেকে তাদের মনে হওয়া সম্ভাব্য কারণ তুলে ধরেছেন।

কেউ কেউ অভিযোগের ভিত্তিতে ছোটখাটো ট্রাফিক নিয়ম লঙ্ঘনের কথা বলেছেন। যেমন জন ডো ২ নামে চিহ্নিত এক চীনা নাগরিক, যিনি জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি শিক্ষার্থী।

জনকে তার বিশ্ববিদ্যালয় জানায়, তার ভিসা বাতিল হয়েছে একটি ফৌজদারি রেকর্ড যাচাইয়ের পর, কিন্তু কী কারণে তা জানানো হয়নি। ওই শিক্ষার্থীর ধারণা, হয়তো পুরনো কোনো ট্রাফিক মামলা ছিল, যেটি অবশ্য মীমাংসা হয়ে গেছে। মামলার নথি অনুযায়ী, তার আর কোনো অপরাধমূলক রেকর্ড নেই।

এ ছাড়া নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির এক ভারতীয় শিক্ষার্থী জানান, তার বিরুদ্ধে দোকানপাট থেকে জিনিস চুরির অভিযোগ আনা হলেও তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং মামলাটি খারিজ হয়ে গেছে।

মামলায় আরো বলা হয়েছে, ‘গত এক সপ্তাহে দেশজুড়ে ক্যাম্পাসগুলোতে ভিসা বাতিল ও সেভিস থেকে নাম প্রত্যাহারের ঘটনাগুলো ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেভিস থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার ঘটনা ঘটেছে এমন এক প্রেক্ষাপটে, যখন ফেডারেল সরকার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নানা দাবি জানাচ্ছে এবং কোটি কোটি ডলারের সরকারি অনুদান বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে।’

মামলায় আরো উল্লেখ করা হয়েছে, সরকারিভাবে পরিচালিত ডেটাবেস থেকে শিক্ষার্থীদের নাম বাদ পড়লে ভবিষ্যতে তারা যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের অধিকার হারাতে পারেন।



এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
বিয়েবাড়িতে কেন অস্বস্তিতে পড়েছিলেন অভিনেতা সাইফ? Dec 18, 2025
img
দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? Dec 18, 2025
img
সীমান্ত দিয়ে কোনো দুষ্কৃতকারী দেশ ত্যাগ করে বের হতে পারবে না Dec 18, 2025
img
অমিতাভকে ব্যক্তিগত প্রশ্নে চমকে দিলেন কার্তিক! Dec 18, 2025
img
বিনা অনুমতিতে নির্বাচন নিয়ে সভায় সৌদিতে আটক কয়েকজন বাংলাদেশি Dec 18, 2025
img
বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের বিরুদ্ধে লড়বে সরকার : গভর্নর Dec 18, 2025
img
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস Dec 18, 2025
img
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া Dec 18, 2025
img
১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ Dec 18, 2025
img
আরও ভয়াবহ সংকটে গাজাবাসি Dec 18, 2025
img
মাগুরায় আ.লীগ নেতা রেজাউল গ্রেপ্তার Dec 18, 2025
img
বাংলাদেশি শিল্পীদের কাজ ‘চেটেপুটে খাই’ : সোহিনী Dec 18, 2025
img
৩৭১ রান সংগ্রহ অস্ট্রেলিয়ার, আর্চারের ৫ উইকেট Dec 18, 2025
img
আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ Dec 18, 2025
img
৩ জেলায় দুদকের দুর্নীতি বিরোধী অভিযান Dec 18, 2025
img
নিরাপত্তা শঙ্কায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল Dec 18, 2025
img
নীলফামারীতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার Dec 18, 2025
img
ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর আঘাত : আল মামুন Dec 18, 2025
img
মেক্সিকোর পার্লামেন্টে আইনপ্রণেতাদের হাতাহাতি Dec 18, 2025
img
চেষ্টার পথেই বিশ্বাসী প্রতীক সেন Dec 18, 2025