শিক্ষার্থীদের মার্কিন ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রজুড়ে ১৩০ জনের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন। তারা তাদের ভিসা অবৈধভাবে বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন। এতে দেশটিতে তাদের আইনি অবস্থান হুমকির মুখে পড়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

এই শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থা হঠাৎ করেই ও বেআইনিভাবে সরকারের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (সেভিস) থেকে তাদের নাম মুছে দিয়েছে, যার ফলে তারা গ্রেপ্তার, আটক কিংবা দেশ থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়েছেন।

এই মামলাটি প্রথম ১১ এপ্রিল জর্জিয়া অঙ্গরাজ্যে ১৭ জন শিক্ষার্থীর পক্ষ থেকে দায়ের করা হয়। তার পর থেকে আরো ১১৬ জন শিক্ষার্থী এতে যোগ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন অভিবাসননীতিতে কঠোর অবস্থান নিচ্ছে, বিশেষ করে বিদেশি শিক্ষার্থীদের লক্ষ্য করে, তখন এই মামলাটি উঠে এলো।

আদালতের নথি ও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন ক্যাম্পাসে আন্তর্জাতিক শিক্ষার্থীরা হঠাৎ করেই জানতে পারছেন, তাদের ভিসা বাতিল করা হয়েছে—প্রায়ই খুব সামান্য কারণে বা কোনো কারণ ছাড়াই।

জর্জিয়ার মামলায় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোএম ও আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সকে। মামলায় বাতিল হওয়া ভিসাগুলো পুনর্বহালের আবেদনও জানানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ করা হয়নি ‘প্রতিশোধের আশঙ্কায়’। তবে প্রাথমিক ১৭টি মামলার সারাংশে দেখা যায়, ভিসা বাতিলের ঘটনা ছিল বেশির ভাগ ক্ষেত্রেই অস্পষ্ট এবং যেন হঠাৎ করেই হয়েছে, যেখানে প্রত্যেকে তাদের মনে হওয়া সম্ভাব্য কারণ তুলে ধরেছেন।

কেউ কেউ অভিযোগের ভিত্তিতে ছোটখাটো ট্রাফিক নিয়ম লঙ্ঘনের কথা বলেছেন। যেমন জন ডো ২ নামে চিহ্নিত এক চীনা নাগরিক, যিনি জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি শিক্ষার্থী।

জনকে তার বিশ্ববিদ্যালয় জানায়, তার ভিসা বাতিল হয়েছে একটি ফৌজদারি রেকর্ড যাচাইয়ের পর, কিন্তু কী কারণে তা জানানো হয়নি। ওই শিক্ষার্থীর ধারণা, হয়তো পুরনো কোনো ট্রাফিক মামলা ছিল, যেটি অবশ্য মীমাংসা হয়ে গেছে। মামলার নথি অনুযায়ী, তার আর কোনো অপরাধমূলক রেকর্ড নেই।

এ ছাড়া নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির এক ভারতীয় শিক্ষার্থী জানান, তার বিরুদ্ধে দোকানপাট থেকে জিনিস চুরির অভিযোগ আনা হলেও তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং মামলাটি খারিজ হয়ে গেছে।

মামলায় আরো বলা হয়েছে, ‘গত এক সপ্তাহে দেশজুড়ে ক্যাম্পাসগুলোতে ভিসা বাতিল ও সেভিস থেকে নাম প্রত্যাহারের ঘটনাগুলো ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেভিস থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার ঘটনা ঘটেছে এমন এক প্রেক্ষাপটে, যখন ফেডারেল সরকার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নানা দাবি জানাচ্ছে এবং কোটি কোটি ডলারের সরকারি অনুদান বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে।’

মামলায় আরো উল্লেখ করা হয়েছে, সরকারিভাবে পরিচালিত ডেটাবেস থেকে শিক্ষার্থীদের নাম বাদ পড়লে ভবিষ্যতে তারা যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের অধিকার হারাতে পারেন।



এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন Jul 01, 2025
img
জুলাই সনদ ঘোষণা না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের Jul 01, 2025
img
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত Jul 01, 2025
img
এনবিআরের পাঁচ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে দুদক Jul 01, 2025
img
লস অ‍্যাঞ্জেলেস মাতালেন জেমস Jul 01, 2025
img
তারা আমাদের মহাভারতে বিলীন করার প্রকল্পকে রুখে দেবে : পিনাকী Jul 01, 2025
img
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফের আদেশ Jul 01, 2025
img
এক ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত Jul 01, 2025
img
পৃথিবীর অন্য কোনো শহরকে কলকাতার মতো মনে হয় না: জয়া Jul 01, 2025
img
রাতের ভোটের দায় স্বীকার করে আদালতে সাবেক সিইসি নূরুল হুদার জবানবন্দী Jul 01, 2025
img
সব মামলার অবসান ঘটিয়ে এক হলেন হিরো আলম-রিয়ামনি Jul 01, 2025
শাকিবকে ‘মেগাস্টার’ বলা নিয়ে আপত্তি জাহিদ হাসানের Jul 01, 2025
বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী Jul 01, 2025
আগস্টে বাংলাদেশ সফরে আপত্তি ভারতের, সিরিজ পেছাতে চায় বিসিসিআই Jul 01, 2025
ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন সম্ভব? দল গঠনে আসছে বড় পরিবর্তন! Jul 01, 2025
img
এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৬৪, বহিষ্কার ৬২ Jul 01, 2025
কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়ারাই পাবেন কোটা সুবিধা! Jul 01, 2025
img
এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগ, ছাত্রদল নেতা আটক Jul 01, 2025
তাপপ্রবাহে জ্বলছে ইউরোপ, ফ্রান্সে রেড অ্যালার্ট জারি Jul 01, 2025
ড. ইউনূস শহীদদের প্রকৃতভাবে মূল্যয়ন করছেন না! Jul 01, 2025