লিওনেল মেসির উপস্থিতি মানেই ভিড়, উন্মাদনা আর নজরকাড়া ম্যাচ। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে কলম্বাসের বিপক্ষে গোল না পেলেও, তার দল ইন্টার মায়ামি ঠিকই তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ এক জয়।
বাংলাদেশ সময় শনিবার সকালে মেজর লিগ সকারের হাইভোল্টেজ ম্যাচে কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়েছে মেসির দল। ম্যাচের ৩০তম মিনিটে একমাত্র গোলটি করেন ২০ বছর বয়সী মিডফিল্ডার বেনহামিন ক্রেমাস্কি। মৌসুমে তার প্রথম গোলটিই হয়ে যায় ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া মুহূর্ত।
প্রথমে ম্যাচটি হওয়ার কথা ছিল কলম্বাসের ঘরের মাঠে, যার ধারণক্ষমতা মাত্র ২০ হাজারের কিছু বেশি। মেসির কারণে টিকিটের চাহিদা এতটাই বেড়ে যায় যে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় ১৪৫ কিমি দূরের হান্টিংটন ব্যাংক স্টেডিয়ামে। ৬৭ হাজার ধারণক্ষমতার ভেন্যুটি পুরোপুরি না ভরলেও, ৬০ হাজার ৬১৪ দর্শক উপচে পড়া উপস্থিতি তৈরি করে নতুন রেকর্ড।
গ্যালারিতে গোলাপি বনাম হলুদের লড়াইও ছিল দেখার মতো। মায়ামির জার্সিতে মোড়া সমর্থকেরা সংখ্যায় কম যাননি ঘরের দলের তুলনায়।
তবে মেসির জন্য যতো আয়োজন, গোল তার ভাগ্যে আসেনি। প্রথমার্ধের শেষভাগে এক দারুণ বাঁকানো শট পোস্ট ঘেঁষে বাইরে যায়। দ্বিতীয়ার্ধেও কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি আর্জেন্টাইন তারকা।
ম্যাচ জুড়ে কলম্বাস বেশ কিছু আক্রমণ করলেও মায়ামিকে রক্ষা করেন গোলরক্ষক অস্কার উস্তারি। বিশেষ করে শেষ দিকে দানিয়েল গজদগ ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন।
এই জয়ে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। শার্লট ও সিনসিনাটি ১৯ পয়েন্টে শীর্ষে থাকলেও তাদের ম্যাচ সংখ্যা এক বেশি।
মেসির গোল না থাকলেও, তার দলের জয়রথ থামছে না এখনই।
এসএস/এসএন