ফিক্সিং তদন্ত শেষ হওয়ার আগেই টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ালেন মনি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দুটি আলোচনার ঘটনার তদন্তে নিযুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন এনামুল হক মনি। গত ১৮ এপ্রিল সিসিডিএম চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।

ডিপিএলে আবাহনী-মোহামেডান হাইভোল্টেজ ম্যাচে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে অশোভন আচরণ করে দুই ম্যাচ নিষিদ্ধ হন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়।

এছাড়া গুলশান-শাইনপুকুর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন সাব্বির ও রহিম আহমেদ স্বেচ্ছায় আউট হওয়ায় স্পট ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন অনেকে।

এই দুই ঘটনা তদন্তের দায়িত্ব ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) দিয়েছিল টেককিন্যাল কমিটিকে। চিফ আম্পায়ার্স কোচ মনিকে আহ্বায়ক করে তিন সদস্যের ওই টেকনিক্যাল কমিটিতে অন্য দুই সদস্য ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং আম্পায়ার্স কমিটির ইনচার্জ আভি আবদুল্লাহ নোমান। তবে তদন্ত পুরোপুরি শেষ হওয়ার আগেই আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ালেন মনি।

টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে বিসিবির বেতনভুক্ত চিফ আম্পায়ার্স কোচের পদত্যাগের খবরে বিস্মিত হয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

মনির পদত্যাগ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘সিসিডিএম একটা টেকনিক্যাল কমিটি গঠন করতে চেয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করলে আমরা তিনজনকে মনোনীত করে তাদের নাম সিসিডিএম-এ পাঠিয়ে দিয়েছি। ওনারা আইন অনুযায়ী যে বিচার করার দরকার, সেই সুপারিশ করবেন। কিন্তু একটি ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়ার আগে কমিটির আহ্বায়ক কী করে পদত্যাগ করেন। শারীরিক এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও মানা যেতো। উনি তো বিসিবির চাকরি করেন। এটাও তো মাথায় রাখা দরকার ছিল।’

পদত্যাগের বিষয়ে চিফ আম্পায়ার্স কোচ মনির বক্তব্য জানা যায়নি।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
এপিএস মোয়াজ্জেমের পদত্যাগকে ‘অপসারণ’ হিসেবে ছড়ানো হয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ Apr 26, 2025
img
দলবদলের রেকর্ড: এবার জনতা পার্টিতে সাবেক এমপি আবু জাফর Apr 26, 2025
img
“সব ব্যথা এক নয়”—সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মউপলব্ধির বার্তা দিলেন প্রভা Apr 26, 2025
img
‘আড়ি’ প্রদর্শনের আগে বিতর্ক! নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা কাটাকাটি জিৎ চক্রবর্তীর Apr 26, 2025
img
দীর্ঘ বিরতির পর ‘সহচরী’ দিয়ে পর্দায় ফিরলেন মুনমুন সেন Apr 26, 2025
img
চলতি বছরে ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি Apr 26, 2025
img
যুক্তরাষ্ট্রজুড়ে আবারো ট্রাম্প বিরোধী বিক্ষোভ ! Apr 26, 2025
img
রহস্য, রোমাঞ্চ আর নারীর মেধা—সব মিলিয়ে জমেছে ‘ডিটেকটিভ চারুলতা’ Apr 26, 2025
img
‘গ্রিক গড’ হৃতিক নয়, সামান্থার চোখে সবচেয়ে সুন্দর মহেশবাবু Apr 26, 2025
img
পাঁঠার মাংস খেয়েছেন? এবার বাসন মাজুন—নানার ব্যতিক্রমী প্রতিশোধ Apr 26, 2025