ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি আমদানি করলেও ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া রেখে গিয়েছিল বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ধাপে ধাপে ওই বকেয়া পরিশোধ করেছে এবং বুধবার (২৩ এপ্রিল) পুরো অর্থ পরিশোধ সম্পন্ন হয়েছে। বর্তমানে কাতারের কাছে বাংলাদেশের আর কোনো পাওনা নেই।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম আরও বলেন, “আমাদের ওপর বিভিন্ন বিদেশি কোম্পানির মোট বকেয়ার পরিমাণ ছিল ৩.২ বিলিয়ন ডলার, যা অন্তর্বর্তী সরকার ৬০০ মিলিয়ন ডলারে নামিয়ে এনেছে। বাকি পরিমাণও দ্রুত সময়ের মধ্যে পরিশোধের লক্ষ্যে কাজ চলছে।”
তিনি বলেন, দেশের জ্বালানি চাহিদা পূরণে এলএনজি সরবরাহ বাড়ানোর পাশাপাশি এক্সটেন্ডেড এলএনজি টার্মিনালের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্যাস আমদানিতে সক্ষমতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।