সাতক্ষীরায় কার্বাইড দিয়ে পাকানো বিপুল পরিমাণ অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের বাঁকাল স্কুল মোড় এলাকা থেকে প্রায় ৯০০ কেজি আম উদ্ধার করা হয়। পরে জনসমক্ষে ধ্বংস করা হয় এসব বিষমিশ্রিত ফল।
আটক করা হয়েছে দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া গ্রামের আহমাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ গাজী (৪৫)। তিনি স্বীকার করেছেন, স্প্রে করে কৃত্রিমভাবে আম পাকিয়ে রংপুর ও বগুড়ার বাজারে পাঠাচ্ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অবৈধভাবে রাসায়নিক ব্যবহার করে ফল পাকানোর অভিযোগে আম জব্দ করে একজনকে আটক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলবে।”
পরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকারের নেতৃত্বে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৌরসভার রোলার দিয়ে ৪৫ ক্যারেট আম ধ্বংস করা হয়। অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে দেওয়া হয়েছে এক মাসের কারাদণ্ড।
কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, “আমগুলোতে কেমিক্যাল মেশানো ছিল এবং তা বগুড়া ও রংপুরে বাজারজাত করা হচ্ছিল। সাতক্ষীরার আমের সুনাম ক্ষুণ্ন করছে কিছু অসাধু ব্যবসায়ী। এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আম চাষে সুষ্ঠুতা আনতে শিগগিরই জেলার জন্য ‘আম ক্যালেন্ডার’ চালু করা হবে, যাতে নির্দিষ্ট সময়ের আগে কেউ আম বাজারজাত করতে না পারে।
এসএস