পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক অফিস আদেশে এ বিষয়ে কড়া অবস্থান জানায় প্রতিষ্ঠানটি।
অফিস আদেশে বলা হয়, পবিসের কিছু কর্মকর্তা ও কর্মচারী অন্য সহকর্মীদের কাছ থেকে চাঁদা আদায়, গণস্বাক্ষর সংগ্রহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও উসকানিমূলক বক্তব্য প্রচারসহ বিভিন্ন ধরনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছেন।
এছাড়াও কিছু লাইনক্রু বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে প্রচার করছেন, যা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এবং দাপ্তরিক আচরণবিধির পরিপন্থী।
বিআরইবি অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করে, “এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ ধরনের কার্যকলাপ বন্ধে দায়িত্বপ্রাপ্ত হিসেবে পবিসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক গাফিলতি করলে তাকেও এ জন্য দায়ী করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।