রাজধানীর বনানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে দুই ছাত্রী আটকের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি স্পষ্ট করা হয়। সেখানে বলা হয়, “বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ডিবি কর্তৃক দুই ছাত্রী আটকের খবরটি সত্য নয়।”
এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ছাত্রী—ফাতেমা তাহসিন ঐশী ও ফারিহা হক টিনাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তবে ডিএমপির পক্ষ থেকে এ তথ্যকে ভিত্তিহীন বলা হয়েছে।
গত ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে কেন্দ্র করে হাসাহাসির জেরে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাকবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিরোধ পরে মীমাংসা করা হয়।
তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর ৩০ থেকে ৪০ জন যুবক পারভেজকে ঘিরে ধরে এবং ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএস