গত ১১ এপ্রিল পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসরের শুরু থেকে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি নাহিদ রানাকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার পর এনওসি পেয়েছেন তিনি। তাই আসরের মাঝপথে পিএসএলে যোগ দিচ্ছেন এই পেসার।
আজ শনিবার পিএসএল খেলতে দেশ ছাড়বেন নাহিদ রানা। যাওয়ার আগে ঢাকা পোস্টকে জানিয়েছেন, ভালো করতে বেশ আত্মবিশ্বাসী তিনি। নাহিদ রানা বলেন, 'নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।'
পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন নাহিদ রানা। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের ড্রাফটে এই পেসারকে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় পেশোয়ার।
নাহিদ যাওয়ার আগেই অবশ্য ৫ ম্যাচ খেলে ফেলেছে পেশোয়ার। আসরে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। ৩ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে পেশোয়ার।
এদিকে পিএসএলের এবারের আসরে আরো দুই বাংলাদেশি দল পেয়েছেন। তাদের মধ্যে রিশাদ হোসেন এখন পাকিস্তানে অবস্থান করছেন। ইতোমধ্যেই চারটি ম্যাচও খেলেছেন তিনি। তবে লিটন দাস আসর শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন।
এমআর/এসএন