চট্টগ্রামে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাত আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মৃত ব্যক্তির শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। লাশটি পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা আমাদের খবর দেয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ