সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের নামে থাকা বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে সম্পদ ক্রোকের আবেদন করেন। আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের বারিধারায় অবস্থিত চার কোটি ৯৮ লাখ টাকা মূল্যের বাড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে থাকা জমি হস্তান্তরের চেষ্টা চলছে। এতে চলমান অনুসন্ধান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
সায়মা ওয়াজেদ পুতুল: বারিধারায় ৪ কোটি ৯৮ লাখ টাকার বাড়ি, শেখ রেহানা, পুতুল ও সজীব ওয়াজেদ জয়: খুলনার দিঘলিয়ায় ৬১ লাখ ৮৭ হাজার টাকার ৮৭.৭০ শতাংশ জমি, রাদওয়ান মুজিব ববি ও আজমিনা সিদ্দিক: একই এলাকায় ৪১ লাখ ২৪ হাজার টাকার জমি,শেখ রেহানা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০ লাখ ৫০ হাজার টাকার ১৯ শতাংশ জমি।
আবেদনে দুদক উল্লেখ করেছে, মামলা নিষ্পত্তির আগেই এসব স্থাবর সম্পদ স্থানান্তরের আশঙ্কা দেখা যাচ্ছে, যা অনুসন্ধানে অন্তরায় হতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদের মালিকানা হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এসএস/এসএন