আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আর বিলম্ব কাম্য নয়: এবি পার্টি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আওয়ামী লীগ গুম, খুন, গণহত্যা ও সীমাহীন লুটপাটসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আর একমুহূর্তও বিলম্ব কাম্য নয়।

আজ শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তারা(আ. লীগ) নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে হত্যা করেছে। সংবিধান, বিচার বিভাগ, শাসন বিভাগ ধ্বংস করে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনগত ও সাংবিধানিকভাবে এই সন্ত্রাসবাদী দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আর তালবাহানা না করে আজই সর্বদলীয় কনভেনশন আহ্বান করুন। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আর একমুহূর্তও বিলম্ব কাম্য নয়।

গুম, খুন, গণহত্যা ও সীমাহীন লুটপাটসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর বিজয় নগরে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।

এসএম/টিএ

Share this news on: