গণপরিষদসহ বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে: সারজিস আলম

আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থানই দেশের ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবে। এমন বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সকল দল ঐক্যবদ্ধ থাকবে বলে আশা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম।

গণপরিষদ নির্বাচনসহ অন্যান্য বিষয়ে বিএনপির সাথে আলোচনার আশাও করেন সারজিস। নির্বাচন কমিশন জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে, তারা এনসিপির আস্থা হারাবে বলেও জানান তিনি।

আড়াই মাস আগে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। এরিমধ্যে সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি।

দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলছেন, দল হিসেবে নিজেদের বিকশিত করা ও এসব দাবিতে জনমত গড়াই এখন তাদের মূল লক্ষ্য।

স্বচ্ছ নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনের গড়িমসি দেখছেন এই এনসিপি নেতা। তার মতে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইলে আস্থা হারাবে কমিশন।

সারজিস বলেন, বিএনপির সাথে তাদের কোনো বিরোধ নেই। মুখোমুখি অবস্থানেও নেই। তাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা বা গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে বিএনপির সাথেও আলোচনার আশা করে দলটি। কারণ এর ওপরই নির্ভর করবে দেশের ভবিষ্যতের রাজনীতি।

স্থানীয় পর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে দলটির। পুলিশকে নিরপেক্ষ অবস্থানে থাকারও আহ্বান জানান সারজিস আলম।

এফপি/টিএ 

Share this news on: