তিন দফার, এক দফা বাকি থাকতেও রাস্তা ছাড়বো না: হাসনাত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ ছাত্র-জনতা ঘোষিত তিন দফার একটি দফা বাকি থাকা পর্যন্তও ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন আন্দোলনরত সংগঠকদের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “তিন দফার একটি দফাও বাস্তবায়ন না হলে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা পাঁচ আগস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি।”

ছাত্র-জনতা ঘোষিত তিন দফা দাবিগুলো হলো :

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।

২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩. ‘জুলাই বিপ্লব’-এর ঘোষণাপত্র অবিলম্বে জারি করতে হবে।

হাসনাত বলেন, “এই দাবিগুলো আমাদের সংগ্রামের মূলমন্ত্র। এগুলো কোনো রাজনৈতিক ছক নয়, এটি শহীদের রক্তের বিনিময়ে গঠিত দাবি।” তিনি আরও বলেন, “প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

শাহবাগে উপস্থিত ছাত্র-জনতা জানান, তারা বর্তমানে যে চেতনার ওপর দাঁড়িয়ে লড়ছেন, তা ‘পাঁচ আগস্টের অসমাপ্ত বিপ্লবের ধারাবাহিকতা।’ বক্তারা জানান, নানা বাহানা ও ধূর্ত কৌশলে সরকারের পক্ষ থেকে দাবি উপেক্ষা করা হলে, রাজপথ আরও উত্তপ্ত হবে।

আন্দোলনকারীরা আশাবাদী, এই তিন দফা আদায়ে জনগণ তাদের পাশে থাকবে এবং রাজপথই হয়ে উঠবে ন্যায়বিচারের প্রধান মঞ্চ।

আরআর 

Share this news on:

সর্বশেষ

img
'শাহরুখ একজন নারীবাদী', জানালেন ‘জওয়ান’-এর গায়িকা রাজা কুমারী May 11, 2025
img
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে : উপদেষ্টা মাহফুজ May 11, 2025
img
কৃষি জমি সুরক্ষায় আইন প্রণয়ন করা হচ্ছে : গণপূর্ত উপদেষ্টা May 11, 2025
img
এল ক্লাসিকোতে নির্ধারণ হবে রিয়ালের ভাগ্য May 11, 2025
img
পিরোজপুরে মাদক কারবারিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম May 11, 2025
img
এবার ভারতীয় সংবাদমাধ্যমকে একহাত দেখে নিলেন অভিনেতা ঋত্বিক May 11, 2025
img
জিয়া খানের ঘটনা নিয়ে মুখ খুললেন সুরজ পাঞ্চোলি May 11, 2025
img
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে আগ্রহী ভারত May 11, 2025
img
লীগ ধর, জেলে ভর : হাসনাত May 11, 2025
img
সকালেই ঢাকায় তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, গরমে হাঁসফাঁস জনজীবন May 11, 2025