নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে এই মুহূর্তে বলিউডে রাজত্ব করছেন নেহা কক্কর। তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হলেও তিনি যে জনপ্রিয় সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
ভক্তদের প্রতি বরাবরই সদয় নেহা। সম্প্রতি ব্যক্তিগত গাড়ি চালকের বিয়েতে গিয়ে তার ব্যবহার মন জয় করে নিল সকলের। শুধু কি তাই? তার দেওয়া উপহার দেখেও 'দিলখুশ' ভক্তদের।
স্বামী রোহনপ্রীত সিং, মা ও দাদাকে নিয়ে মুম্বাইয়ে ড্রাইভারের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নেহা। পরেছিলেন কালো রঙের পোশাক, সঙ্গে হালকা টাচআপ।
বিয়ের অনুষ্ঠান থেকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। আর তা থেকেই জানা যাচ্ছে, বরকে সোনার আংটি আর নববধূকে সোনার হার উপহার দিয়েছেন শিল্পী। আদর করে সোনার হার বউয়ের গলাতেও পরিয়ে দিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়, সাদামাটা ঐ বিয়েবাড়িতে সকলের ছবি তোলার আবদারও মিটিয়েছেন নেহা। তারকা নয়, দিদি হয়েই চালকের বিয়েতে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই গায়িকা।
তার এই আচরণে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। খ্যাতির শিখরে পৌঁছেও নেহা যে শিকড় ভুলে যাননি, তা দেখে খুশি হয়েছেন নেটিজেনরা।
এসএন