ভারত থেকে ১৭ জনকে পুশইন করল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি সীমান্তে দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার ভোর ৫টায় হরিপুর উপজেলার চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪ জন পুরুষ ও ১৩ জন নারীকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপির টহলরত টিম সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামক স্থানে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে।
বিজিবি কর্তৃক আটককৃত ১৭ জন হলেন— যশোর জেলার বেনাপোল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর থানার আলআমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), বরিশাল জেলার গৌরনদী থানার সোহেল শিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের মেয়ে মোছা. সায়রা খাতুন (১১), খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার সাইফুল ইসলামের ছেলে সোহেল (৭), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে রহিম (১৬), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার স্ত্রী মোছা. লাভলী (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে মো. সামিউল মোল্লা (৪), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার মেয়ে মোছা. আফসানা মোল্লা (৬)।

এই বিষয়ে চাপসার বিওপি কমান্ডার জানান, আটককৃত ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশের দায়ে হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ওই ১৭ জনকে বিএসএফ বাংলাদেশের ভেতরে পুশইন করেছে। পরে বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করেছে।
তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রার্থী বাংলাদেশ May 18, 2025
img
আইসিইউতে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার May 18, 2025
img
পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন: তারেক রহমান May 17, 2025
সেই আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবো: মারিয়া মিম May 17, 2025
ভিয়েতনাম চালু করতে যাচ্ছে ১০ বছরের গোল্ডেন ভিসা May 17, 2025
‘পুশ-ইনউস্কানিমূলক মনে করেন না স্বরাষ্ট্র উপদেষ্টা May 17, 2025
img
ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেল ট্রেন May 17, 2025
পিএসএলে মাঠে নামতে মরিয়া সাকিব আল হাসান May 17, 2025
img
‘বলেন তো, আপনার স্বামী কয়জন’, মমতাজকে পিপি May 17, 2025
img
চরবৃত্তির অভিযোগে‌ ভারতীয় ব্লগার জ্যোতি মালহোত্রা গ্রেফতার May 17, 2025