ট্রেনে নির্বিঘ্নে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার (১ জুন) ছিল এ বিশেষ ব্যবস্থার দ্বিতীয় দিন। ঢাকা রেলওয়ে স্টেশনে সকাল থেকে যাত্রীদের সুশৃঙ্খল ও অপেক্ষাহীনভাবে ট্রেনে উঠতে দেখা গেছে। ট্রেনগুলো নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে পৌঁছে যাচ্ছে।

ভোর ৬টা থেকে সকাল ১০টার মধ্যে ১২টি আন্তঃনগর ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে গেছে। শুধুমাত্র রংপুর এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছাড়লেও, বাকি ট্রেনগুলো সময়মতোই যাত্রা শুরু করে।

ঢাকা রেলস্টেশনে ঘুরে দেখা গেছে, যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট যাচাইয়ের তিন স্তরের চেকপোস্ট অতিক্রম করে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন। এছাড়া বিনা টিকিটে ট্রেনে ওঠা ঠেকাতে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত। ফলে টিকিটবিহীন যাত্রীদের আনাগোনা চোখে পড়েনি। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেল নিরাপত্তা বাহিনী (আরএনবি) সক্রিয় ভূমিকা পালন করছে।

রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ফারদিন আল মাহমুদ বলেন, অনলাইনে অনেক কষ্ট করে আজকের টিকিট পেয়েছিলাম। তবে স্টেশনে এসে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। নির্ধারিত প্ল্যাটফর্মে ট্রেন প্রস্তুত ছিল, কোনো হুড়োহুড়ি ছাড়াই নিজের সিটে বসতে পেরেছি। একমাত্র দুঃখের বিষয়, ট্রেনটি ছাড়তে দেরি হচ্ছে।

উল্লেখ্য, রংপুর এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও, সেটি ২০ মিনিট বিলম্বে সাড়ে ৯টায় ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে।

জামালপুর এক্সপ্রেসের যাত্রী মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, স্টেশনে এসে খুব ভালো লেগেছে। আগে যেখানে কয়েক ঘণ্টা বসে থাকতে হতো, এখন সেখানে নির্ধারিত সময়েই ট্রেন পাওয়া যাচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনাও প্রশংসনীয়।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ ও সময়মতো গন্তব্যে পৌঁছে দিতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। যাত্রীদের চাপে যেন বিশৃঙ্খলা না হয়, সেজন্য ট্রেন ছাড়ার আগেই পর্যাপ্ত সময় হাতে রেখে ট্রেনগুলো স্টেশনে এনে রাখা হচ্ছে।

যাত্রীরা রেলওয়ের এমন উন্নত ও সময়নিষ্ঠ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, শুধু স্টেশন ব্যবস্থাপনাই নয়, ট্রেনগুলো যেন নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায়, তাহলেই ঈদের এই যাত্রা হবে আরও সুখকর।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হাদির হামলাকারীরা হাসপাতালেও এসেছিল, মন্তব্য জুমার Dec 14, 2025
img
বর্তমান প্রজন্মের প্রশংসায় বলিউড তারকা সালমান খান Dec 14, 2025
img
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান: চীনা রাষ্ট্রদূত Dec 14, 2025
img
রুনা লায়লার গান শুনতে না পেরে আবেগী হয়ে পড়েছিলেন নাবিলা Dec 14, 2025
এম্বাসিতে প্রবাসীদের নিয়ে কথা বলতে গিয়ে সময় নষ্ট করেছি Dec 14, 2025
img
নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ Dec 14, 2025
img
ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৫ জনের, হাসপাতালে ভর্তি ৩৮৭ Dec 14, 2025
img
বরিশাল শহরে শ্রদ্ধা নিবেদন ঘিরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ Dec 14, 2025
img
বারবার তফসিল পরিবর্তন ও পদত্যাগের ঘটনায় স্থবির ব্রাকসু Dec 14, 2025
img
পরাজয় নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা Dec 14, 2025
img
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের সমবেদনা Dec 14, 2025
img
লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে আইনি নোটিশ Dec 14, 2025
img
হাদির ওপর হামলাকারী দুইজন দেশেই আছে: ডিএমপি Dec 14, 2025
img
হাদিকে হামলার ঘটনায় গ্রেপ্তার ২ জনের পরিচয় জানালো ডিএমপি Dec 14, 2025
img
সোমবার বন্ধ থাকবে সুইডেন দূতাবাসের অভিবাসন বিভাগ Dec 14, 2025
img
বিপিএলে রংপুরের ফাইনাল খেলা নিয়ে সোহানের মন্তব্য Dec 14, 2025
img

নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ

এমপিদের অনিয়ম অভিযোগ আকারে ইসি বরাবর পাঠাতে পারবেন স্পিকার Dec 14, 2025
img
সমুদ্রকিনারে স্বস্তিকার ৪৫তম জন্মদিন পালন Dec 14, 2025
img
অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে হামলায় প্রাণহানি অন্তত ১০ Dec 14, 2025
img
হাদিকে গুলির ঘটনায় মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারে মামলা Dec 14, 2025