সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম দু-মুখো সাপ : ছাত্রলীগ নেতা

সাবেক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক ও হাইকোর্ট বারের সাবেক সাধারন সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমকে দুমুখো সাপ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস (চৌধুরী)। শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লিখেন।


তরিকুল ইসলাম তাপস (চৌধুরী) নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক। কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য ও উপজেলা শেখমাঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু) ছোট ভাই।


জানা গেছে, ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস চৌধুরী ৫ আগস্টের আগ পর্যন্ত শ ম রেজাউল করিমের অনুসারী ছিলেন। ছাত্রলীগ সভাপতির বড় ভাই আতিয়ার রহমান চৌধুরী নান্নু সাবেক বন্ধুর বাল্যবন্ধু।

উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস (চৌধুরী) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টটি তুলে ধরা হলো— জনাব শ. ম রেজাউল করিম, আপনি একজন ভালো আইনজীবী হতে পারেন কিন্তু ভালো মানুষ না। যারা কাছ থেকে দেখেছি তারা জানি, নিজের প্রয়োজনে আপনি এমন কোন ভয়ংকর কাজ নাই যা আপনি করতে পারেন না।

আপনার দীর্ঘ বক্তৃতায় আপনি বলেছেন, ওয়ান ইলেভেনে একজনের স্ত্রীর মামলা আপনি লড়েছেন সেই লোক ছিলেন সমন্বয়ক। সে আপনাকে বাসা থেকে পালাতে সহযোগিতা করেছে। তার কাঁধে মাথা রেখে অসুস্থতার অভিনয় করে এক কাপড়ে বাসা থেকে পালিয়েছেন। আচ্ছা ওয়ান ইলেভেনে যার স্ত্রী ছিল! সে কিভাবে এই আন্দোলনের ছাত্র সমন্বয়ক হয়! আপনি যেমন করে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ভুয়া সনদ নিয়েছিলেন, তেমন করে?

আপনি যে বাক্যটি বলেছেন সেটি হুবহু এমন, 'নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি যাকে আমি টাকা দিয়ে বানিয়েছি।

' আপনি যদি টাকা দিয়ে আমাকে সভাপতি বানিয়ে থাকেন তাহলে সেই টাকা কাদের হাতে দিয়েছেন কবে কোথায় কার মাধ্যমে? ইতিমধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি সেটি প্রত্যাখান করে স্ট্যাটাসও দিয়েছেন। আমার রাজনৈতিক জীবনে দলীয় বা রাষ্ট্রীয় কোন প্রোগ্রামে ১টি পয়সাও খরচ হিসেবে আমাকে দেন নাই। আর আপনি সভাপতি বানাতে টাকা খরচ করেছেন! এ কথাতো আপনার বাড়ির গৃহকর্মীটিও বিশ্বাস করবে না।

আপনি বলেছেন আপনি কয়েকবার বাসা পাল্টে এক দূরবর্তী আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন, সেটা কেউ জানে না। আমি আপনাকে ফোন ট্রাকিং করে খুঁজে বের করেছি এবং জেলা উপজেলার জামাত-বিএনপির লোকজন নিয়ে আপনাকে ধরতে গিয়েছি।

আপনি তো নিজে বললেন বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল এবং চশমাটি পর্যন্ত নিতে পারেননি তাহলে কিভাবে আমি আপনার ফোন ট্র্যাকিং করলাম! যেখানে আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে খুঁজে পাচ্ছিল না, সেখানে আমি কীভাবে খুঁজে পাবো! এ প্রশ্নের উত্তর অবশ্যই আপনাকে দিতে হবে।

আপনার কথামত আপনার বাসা বাড়ি লুট হয়েছে, আগুনে পুড়েছে, এক কাপড়ে বেরিয়ে এসেছেন! শুধু পাসপোর্ট পুড়লো না! দিব্যি লন্ডন চলে গেলেন!

আমি যদি বিএনপি জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকি এবং আপনাকে ধরার জন্য খুঁজতে থাকি, তাহলে ৫ আগস্টের পর আপনার নির্বাচনী এলাকায় সেই জামায়া বিএনপি আমার নামে এতগুলো মামলা করল কেন ? যার অধিকাংশে আমি ১ নাম্বার ২ নাম্বারের মধ্যে ! এলাকায় আপনি কয়টা মামলা খেয়েছেন?

আপনার নিজ ভগ্নিপতি কাশেমের কথা মনে আছে যাকে আপনি বিএনপির সভাপতি থেকে আওয়ামী লীগ বানিয়েছিলেন এবং তাকে দিয়ে আপনি এলাকায় এমন কোন অপকর্ম নাই যা আপনি করেছেন। সত্যিকারের আওয়ামী লীগরা কোন ঠাসা হয়ে পড়েছিল আপনাদের প্রভাবে।

আপনার দাবি অনুযায়ী আমি অপহরণকারী দল নিয়ে এসেছিলাম তখন আপনার ভাই আমাকে পায়ের নিচে পাড়িয়ে ধরে রাখলো। আমার সাথে থাকা বাকি অপহরণকারীরা কি তখন ফটোসেশন করছিল? আপনি বলেছেন আমি দলবল নিয়ে মব করেছি তাহলে এত লোকের মধ্যেও আপনি তামিল নায়কেরমত এতগুলো মানুষ পেরিয়ে মোটরসাইকেলে করে চলে যেতে পারলেন!

সত্যটা হলো আমি একা একটি মানুষ ছিলাম।

তিনি বলেছেন আমি তার নির্বাচনী এলাকার জামাত বিএনপির লোকের সাথে ঐক‍্যবদ্ব হয়ে তাদের সাথে নিয়ে তাকে ধরতে গিয়েছি সেই ভিডিও ফুটেজ তার কাছে আছে। লোকগুলো যেহেতু তার নির্বাচনী এলাকার তাই সবাইকেই তার চেনা উচিত তাহলে ভিডিও ফুটেজ পাবলিক করে আমর সাথে থাকা জামাত বিএনপির লোক গুলোকে চিহ্নিত করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

আপনি বলেছেন আমি আপনাকে ধরতে গেছি কিন্তু আপনার স্ত্রী ভাইকে কেন ধরিনি? রাত দেড়টা পর্যন্ত বাসা ঘিরে রাখলে, সেখানেতো আরো অনেক মানুষ জুটে যাবার কথা!

আর আমিই বা কেন আপনার স্ত্রী ভাইকে ধরিয়ে দিলাম না?

আপনি বলেছেন সীমান্তে পাচারকারীরা বিনা পয়সায় আপনাকে পার করে দিয়েছে কি সম্পর্ক তাদের সাথে আপনার! সবাই আপনাকে এমনি এমনি সাহায্য করলো! এই গল্পেতো হলিউড সিনেমা হয়ে যাবে। আপনি যেখানেই যান, একজন পিওন, বা একজন পরিচিত লোক হঠাৎ করে হাজির হয়ে যায়! কতজন পিওন আপনার!

ঘটনার আসল চিত্র এবার সত্য জানুক সবাই।

একদিন হঠাৎ একট অপরিচিত নাম্বার থেকে রেজাউল করিম আমাকে ফোন করেন। তিনি নিজে একটি সময় নির্ধারণ করেন, উপস্থিত থাকতে বলেন। আমি সেই সময়ের এক ঘন্টা আগেই পৌঁছাই। পরে বুঝতে পারি তিনি দেশ ছেড়ে যাচ্ছেন এবং তার নিরাপত্তা দিতে তার সঙ্গে সীমান্ত পর্যন্ত যাবার কথা বলেন।

এরপর তিনি আমাকে এক লক্ষ (গুনে দেখিনি) কম বেশি হতে পারে , টাকা হাতে দিয়ে বলেন তোমার জন্য এটা। আমি তা নিতে অস্বীকৃতি জানাই। বলি আমি যদি এটা নেই আপনি মানুষকে বলবেন আমাকে আপনি টাকা দিয়েছেন কিন্তু কত টাকা তা হয়তো বলবেন না ,এতে নেতা কর্মীরা আমাকে ভুল বুঝবে , এই কথায় তিনি আমার প্রতি ক্ষুব্দ হন এবং সিদ্ধান্ত বদলে আমাকে না নিয়ে দ্রুত বলেন, এখন বিদায় হও।

আত্মীয়-স্বজনের উপস্থিত আপনি পালানোর প্রস্তুতি নিতে শুরু করেন। আমি তখন রেগে বলি আপনি আমাদের হাজার হাজার নেতাকর্মীকে ফেলে রেখে পালাতে পারেন না আগে একটা দিকনির্দেশনা দিন, একটা মিটিং অত্যন্ত করেন। তখনই বাগ-বিতণ্ডা শুরু হয়।

এরপর তিনি লিফটে ঢুকে পড়েন আমিও সাথে সাথে লিফটে উঠে যাই, লিফটের ভিতরে তিনি আমাকে ভয় দেখান এবং অপমানজন ভাষা ব্যবহার করেন তখন সেখানে আমাদের মধ্যে সামান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাকে এখনি না যেতে বারবার অনুরোধ করি।

লিফট থেকে নেমে দেখি তার আত্মীয়-স্বজন ও সহযোগীদের একটি দল লিফটের নিচে অপেক্ষা করছে। লিফটের দরজা খোলা মাত্র তারা আমাকে ঘিরে ধরে টানাহেঁচড়া শুরু করে। আমি তাকে থামানোর অপ্রাণ চেষ্টা করি।

আপনার মুখে প্রায় ইসলামের দোহাই শুনেছি অথচ আপনার মেয়ে লন্ডনের একজন খ্রিস্টান ব্রিটিশ নাগরিককে বিয়ে করে হারামের জীবন যাপন করছে এটা দ্বিমুখী চরিত্রের চূড়ান্ত রূপ নয় কি? আপনার ব্যক্তি জীবনের সাথে কথিত ইসলামী মূল্যবোধের এই সংঘর্ষিকতার কি কোন ব্যাখ্যা আছে ?

আপনার বক্তব্যে প্রতিনিয়ত দ্বিচারিতা অসংলগ্নতা ও মিথ্যাচার ফুটে উঠেছে। আপনি এলাকায় একমাত্র আওয়ামীলীগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সব কাজই করেছেন, এই অপপ্রচার তারই ধারাবাহিক কাজ।

আমার বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগে নৌকার মনোনয়ন পেলে, তার প্রতিপক্ষকে জিতিয়ে আনতে আপনি ও আপনার ভাই নৌকা প্রতীকের বিরুদ্ধে সব ধরনের সহায়তা করেছেন। তারপরও শেষ রক্ষা হয়নি। নৌকাই বিপুল ভোটে জয় পায়। আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। ভবিষ্যতে আমরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যেন না পারি, তার জন্য এই দু:সময়ে এসেও এত বড় মিথ্যাচার এতদিন পরে এসে আপনি করছেন! যেখানে রাজনৈতিকভাবে আপনাকে এলাকায় প্রতিষ্ঠিত করতে আমার সর্বোচ্চ শ্রম আপনার পেছনে দেয়া। তার প্রতিদান এই!

অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করছে, সেজন্য ব্যাখ্যা দিতে বাধ্য হলাম। আপনি কথায় কথায় দুর্নীতি করেন নাই বলে দাবী করেন। এ তথ্যগুলো এবার জনগণকে জানাবার সময় এসেছে। অপেক্ষা করুন....!

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস (চৌধুরী) গত ৫ আগস্ট আ'লীগ সরকারের পতনের পরে পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও নেতার মতো দেশ ছেড়ে পালিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম। কিন্তু দেশ ছেড়ে যাওয়ার আগে পরিচিত এক ছাত্রলীগ নেতা তাকে অপহরণ করে ১২ কোটি টাকা আদায়ের চেষ্টা করতে চেয়েছিলেন। তাকে তুলে নিতে নানান কৌশল ও ধস্তাধস্তি হলেও ভাগ্যের জোরে বেঁচে যান তিনি। পরে সীমান্ত দিয়ে দেশ ছাড়েন।

ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীকে দেওয়া এক সাক্ষাৎকারে শ ম রেজাউল করিম ৫ আগস্টের দিন ছাত্র-জনতার হাত থেকে বেঁচে যাওয়া ও দেশত্যাগের ঘটনার রোহমর্ষক বর্ণনা দেন। এসময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপ‌তি ত‌রিকুল ইসলাম চৌধুরী তাপসের বিরুদ্ধে অপহরণ চেষ্টার অভিযোগ আনেন তিনি।

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে প্রায় ৯০ লাখ মানুষ Dec 15, 2025
img
পুলিশের পোশাকে জামায়াত প্রার্থীর পথসভায় বক্তব্য দেওয়ায় এএসআই বরখাস্ত Dec 15, 2025
img
ডিসেম্বরের ১৩ দিনেও কোনো রেমিট্যান্স আসেনি দেশের ১০ ব্যাংকে Dec 15, 2025
img
কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৭ জনের, আহত ২০ Dec 15, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Dec 15, 2025
img
৩ দাবিতে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর Dec 15, 2025
img
রাজধানী ঢাকায় কমবে দিনের তাপমাত্রা Dec 15, 2025
img
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি, কমেছে দাম Dec 15, 2025
img
অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে ১৬ Dec 15, 2025
img

চানখারপুলে ছয় হত্যা

হাবিবুর রহমানসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ Dec 15, 2025
img
ওসমান হাদির ঘটনায় মেহেরপুর সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার Dec 15, 2025
img
এমবাপে ও রদ্রিগোর গোলে আলাভেসের বিপক্ষে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Dec 15, 2025
img
এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের Dec 15, 2025
img
শব্দদূষণকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে: রিজওয়ানা হাসান Dec 15, 2025
img

ইংলিশ প্রিমিয়ার লিগ

হলান্ডের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে বড় ব্যবধানেই হারাল ম্যানচেস্টার সিটি Dec 15, 2025
img
আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সিঙ্গাপুর Dec 15, 2025
img
১৫ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Dec 15, 2025
img

বুন্ডেসলিগা

টেবিলের তলানির দলের বিপক্ষে কোনোমতে হার এড়াল বায়ার্ন মিউনিখ Dec 15, 2025
img
ভোটাধিকার প্রয়োগ করে প্রবাসীদের দেশ গড়ায় অবদান রাখার আহ্বান Dec 15, 2025
img
সিডনির ঘটনায় প্রশংসায় ভাসছেন মুসলিম ফল ব্যবসায়ী Dec 15, 2025