ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি। তিনি ১২০৮ সালে ইরানের সুপ্রসিদ্ধ ‘শিরাজ’ নগরীতে জন্মগ্রহণ করেন। শেখ সাদির পুরো নাম আবু মুহাম্মদ মোশাররফ উদ্দিন বিন মোসলেহ উদ্দিন আবদুল্লাহ সাদি সিরাজি।
তিনি ছিলেন মধ্যযুগের গুরুত্বপূর্ণ ফার্সি কবিদের অন্যতম। তার লেখা জনপ্রিয় ‘কশিদা’ তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছে। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে ‘গুলিস্তাঁ ও বুস্তাঁ’ নামক গ্রন্থ দুটি অন্যতম।
মহান এই কবি ১২৯১ সালের ২৮ ডিসেম্বর ইরানের ‘শিরাজ’ নগরীতে মৃত্যুবরণ করেন।
তার বিখ্যাত একটি বাণী
“এলেমহীন দরবেশ পাখাহীন পাখি এবং আমলহীন আলেম ফলহীন গাছের মতো।”