কাশ্মীর সংকট সমাধানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ এ দাবি জানান।
তিনি এমন এক সময় এই আহ্বান জানালেন, যখন পাকিস্তান জুলাই মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করেছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আহমদ বলেন, কাশ্মীর সমস্যা একটি দীর্ঘস্থায়ী সংকট, যা পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুতর উত্তেজনার সৃষ্টি করছে।
তিনি বলেন, এটা এমন একটি ইস্যু যা এখনই সমাধানের দরকার। এটি আর ধুলোর নিচে পড়ে থাকার বিষয় নয়। এ সমস্যাটি এখনই মোকাবিলা করা উচিত।
রাষ্ট্রদূত আসিম ইফতিখার বলেন, এটি কেবল পাকিস্তানের একক দায়িত্ব নয় — আমরা তো মাত্র দু’বছরের জন্য অস্থায়ী সদস্য। বরং নিরাপত্তা পরিষদের নিজেরই দায়িত্ব, বিশেষ করে স্থায়ী সদস্যদের, তাদের নিজেদের গৃহীত প্রস্তাব বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া।
পাকিস্তানের সভাপতিত্বে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদ জুলাই মাসের কার্যসূচি অনুমোদন করেছে। এ উপলক্ষে রাষ্ট্রদূত জানান, পাকিস্তান জাতিসংঘ সনদের মূল নীতিমালার প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। যার মধ্যে রয়েছে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি, সার্বভৌম সমতা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং বহুপাক্ষিকতা।
রাষ্ট্রদূত আরও জানান, জুলাই মাসে পাকিস্তান দুটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজন করবে
২২ জুলাই বহুপাক্ষিকতা ও শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচার শীর্ষক বিতর্ক।
২৪ জুলাই জাতিসংঘ ও ওআইসি সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনা।
উভয় আলোচনায় সভাপতিত্ব করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর ইসহাক ডার। তিনি ২৩ জুলাই ফিলিস্তিন ইস্যু নিয়েও ত্রৈমাসিক মুক্ত বিতর্কে সভাপতিত্ব করবেন।
এফপি/এসএন