বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী এবার ভিন্ন ভূমিকায়। কাজল ও টুইঙ্কেল খান্না প্রথমবারের মতো একসঙ্গে হাজির হচ্ছেন একটি নতুন চ্যাট শো-এর সহ-হোস্ট হিসেবে। অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার এই টক-শো হতে চলেছে বছরের অন্যতম বড় তারকাময় আয়োজন, যেখানে ফর্মাল প্রশ্নোত্তর নয়, বরং থাকবে খোলামেলা আড্ডা, মজার গল্প আর বলিউডের অন্দরমহলের অজানা মুহূর্ত।
এই শোয়ের প্রতিটি পর্বে এক বা একাধিক তারকা অতিথি থাকবেন। শাহরুখ খান, আমির খান, অজয় দেবগণ, অক্ষয় কুমার—সবাই হাজির হবেন পর্দার বাইরের গল্প নিয়ে। মোট আটটি পর্বে সাজানো এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে।
সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে কাজল ও শাহরুখ খানের পুনর্মিলন। কখনও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, কখনও ‘মাই নেম ইজ খান’—তাঁদের রসায়ন যুগে যুগে দর্শকের হৃদয় জয় করেছে। এবার তাঁদের একসঙ্গে দেখা যাবে খোলামেলা এক আড্ডায়, যেখানে থাকবে পুরনো স্মৃতিচারণ, কিছু অজানা গল্প আর অফস্ক্রিপ্ট মুহূর্ত।
এই শো-এর বিশেষত্ব কাজল ও টুইঙ্কেলের বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। তাঁরা দু’জনেই বলিউডের বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। কাজল অজয় দেবগণের স্ত্রী, আর টুইঙ্কেল অক্ষয় কুমারের জীবনসঙ্গিনী। সেই কারণে পর্দার তারকাদের জীবনের অনেক অন্তরঙ্গ দিক তাঁরা তুলে ধরতে পারবেন একদম স্বাভাবিক ভঙ্গিতে।
শুধু বন্ধুত্ব নয়, কাজলের সাম্প্রতিক সিনেমা "মা" ইতিমধ্যেই প্রশংসিত। সেখানে এক মায়ের কঠিন চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচক, উভয়ের বাহবা কুড়িয়েছেন তিনি। এবার ওটিটির পর্দায় হোস্ট হিসেবে তাঁর নতুন যাত্রা শুরু হচ্ছে এই শো-এর মাধ্যমে।
শুধু সাক্ষাৎকার নয়, এই অনুষ্ঠান এক বন্ধুত্বপূর্ণ যাত্রা—যেখানে তারকারা নিজের মতো করে কথা বলবেন, হাসবেন, ভাগ করে নেবেন অতীতের আনন্দ আর আক্ষেপ। আর সেখানেই ‘কাজল-টুইঙ্কেল শো’ হয়ে উঠতে পারে বছরের সবচেয়ে আলোচিত ওটিটি আয়োজন।
এসএন