টলিপাড়ার জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন মানেই এক অন্যরকম রসায়ন। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাঁদের প্রেমময় খুনসুটি বারবার চোখে পড়ে ভক্তদের। আর সেই খুনসুটি এবার ধরা দিল বিদেশের মাটিতে, ব্যাংকক সফরের ফাঁকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মজার পোস্টে ভরে উঠেছে তাঁদের পাতা। অঙ্কুশ লিখেছেন নিজের মজার পরিচয়—“উচ্চমধ্যবিত্তদের জায়গায় এক বেমানান মধ্যবিত্ত ছেলে।” তার পাল্টা জবাব দিতে ছাড়েননি ঐন্দ্রিলা। তিনি লিখেছেন “অঙ্কুশকে উচ্চ মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত বানিয়ে দেওয়া সেই সরল সোজা নারী।”
এই মজার মন্তব্যগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সম্পর্ক মানেই শুধু গভীরতা নয়, তার মধ্যে থাকে হাসি, মজা আর একরাশ খুনসুটি।
অনেকেই বলছেন, ঐন্দ্রিলার এই ‘চাপে’ অঙ্কুশের পকেট মাঝেমধ্যে ফাঁকা হয়ে যায়! এমনই মিষ্টি ঠাট্টা-তামাশা নিয়ে তাঁদের এই পোস্ট আর পুরনো মজার ভিডিও ফের ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
সব শেষে, ব্যাংককের রাস্তায়-হোটেলে এমন রসিকতায় মাখা মুহূর্তগুলো প্রমাণ করে দেয় সব কিছুই ভালোবাসার ছলে। বিদেশের মাটিতেও অদ্ভুত মিষ্টি কেমিস্ট্রি ছড়িয়ে দিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি জয় করে নিচ্ছেন নেটিজেনদের মন।
এফপি/ টিকে