শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাণিজ্য সচিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত শুল্কচুক্তির খসড়া এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে মতপার্থক্য থাকায় আপাতত আলোচনায় অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ফলে দর-কষাকষির আলোচনাও চলমান থাকবে।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) বেলা সাড়ে ১১টার দিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এবং বাংলাদেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। অনলাইনে যুক্ত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ জুলাই ইউএসটিআরের সঙ্গে ফের বৈঠকে বসবেন বাণিজ্য উপদেষ্টা।

ওই বৈঠকে অংশ নিতে শনিবার ঢাকা ছাড়বেন বাণিজ্য সচিব। সফরে তিনি যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গেও আলোচনা করবেন।

সূত্র জানায়, ট্রাম্প প্রশাসনের আরোপ করা অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের সম্ভাব্য পথ হিসেবে যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি চুক্তির খসড়া পাঠিয়েছে। তবে এতে এমন কিছু শর্ত রয়েছে, যেগুলো বাংলাদেশের মতে আন্তর্জাতিক বাণিজ্যনীতির সঙ্গে সাংঘর্ষিক।

বাংলাদেশ চাইছে এমন একটি সমঝোতায় পৌঁছাতে, যা বিশ্ববাণিজ্যের প্রচলিত নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং পারস্পরিক সুবিধাজনক হয়। এখন পর্যন্ত চুক্তির খসড়ার ওপর বাংলাদেশ তিন দফা মতামত দিয়েছে এবং দুই দেশের মধ্যে তিনবার বৈঠক হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কঠোর শর্তের কারণে এখনো রূপরেখা চূড়ান্ত হয়নি।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে— তারা যদি অন্য কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা বা বাড়তি শুল্ক আরোপ করে, বাংলাদেশকেও তাতে সঙ্গ দিতে হবে। কিন্তু বাংলাদেশ বলেছে, আন্তর্জাতিক বাণিজ্যে এমন কোনো শর্ত গ্রহণযোগ্য নয়, যা কোনো একটি দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত অন্য দেশের ওপর চাপিয়ে দেয়।

আরো একটি শর্তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব পণ্যে বাংলাদেশ শুল্ক ছাড় দেবে, সেসব পণ্যে অন্য কোনো দেশকে যেন একই সুবিধা না দেওয়া হয়। তবে বাংলাদেশ এটিকেও গ্রহণযোগ্য মনে করছে না, কারণ এটি বিশ্ববাণিজ্য সংস্থার ‘সর্বাধিক অনুকূল রাষ্টনীতির পরিপন্থী।

পারস্পরিক শুল্ক নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় বাংলাদেশ– যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কঠিন শর্তগুলোর কারণে শুধু বাংলাদেশ নয়, অন্য দেশগুলোও এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে এগোতে পারেনি।
সূত্র বলছে, ইন্দোনেশিয়া প্রাথমিকভাবে রাজি থাকলেও পরে যুক্তরাষ্ট্রের কঠিন শর্ত মেনে চুক্তিতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার সামাজিক মাধ্যমে জানান, ভিয়েতনামের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। সে অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করবে, আর ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করবে না।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন বিশ্ববাজারে মার্কিন বাণিজ্য ঘাটতি কমাতে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর আওতায় বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক নির্ধারণ করা হয়। তবে ৯ এপ্রিল তিন মাসের জন্য শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ট্রাম্প। সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে ৮ জুলাই। এর আগেই আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে চায় ঢাকা।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গাজা শান্তি সম্মেলনে অংশ নিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প Oct 11, 2025
img
আফগানদের বিপক্ষে ২য় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ Oct 11, 2025
img
মিয়ানমারে গোলাগুলি, সতর্ক বিজিবি Oct 11, 2025
img
আবারও মাখোঁর প্রধানমন্ত্রী লেকর্নু Oct 11, 2025
img
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা Oct 11, 2025
img
পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা Oct 11, 2025
img
বিশেষ আদেশে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন, থাকবে দুটি প্যাকেজ Oct 11, 2025
img
১-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল Oct 11, 2025
img
চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে : ট্রাম্প Oct 11, 2025
img
মার্কিন সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ Oct 11, 2025
img
দীপিকা হারাচ্ছেন কাজ, সেই স্থানে আলিয়া Oct 11, 2025
img
গাইবান্ধায় বাসের ধাক্কায় নিহত ১, আহত ২ Oct 11, 2025
img
বিপাকে দীপিকা, পাশে দাঁড়ালেন পাকিস্তানি অভিনেত্রী Oct 11, 2025
img
ভক্তদের চমক দিয়ে প্রথমবার ওয়েব সিরিজে হৃতিক রোশন Oct 11, 2025
img
ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে: প্রেস সচিব Oct 11, 2025
img
চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের Oct 11, 2025
img
দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না : কামরুজ্জামান রতন Oct 11, 2025
img
বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণের অভিনেত্রী তৃষা Oct 11, 2025
img
বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম Oct 11, 2025
img
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ভোলায় ৩৭ জেলের জেল-জরিমানা Oct 11, 2025