ভারতীয় সুপারহিরো ঘরানায় নতুন বিপ্লবের নাম হতে চলেছে 'কৃষ ফোর'। বহু প্রতীক্ষিত এই সিনেমাটি কেবল একটি নতুন অধ্যায় নয়, বরং পুরো ফ্র্যাঞ্চাইজির সংজ্ঞাকেই পাল্টে দিতে চলেছে। এবার মুখ্য চরিত্রে হৃতিক রোশন তো থাকছেনই, তবে সবচেয়ে বড় চমক, এই ছবির মাধ্যমেই তিনি প্রথমবারের মতো পরিচালকের আসনে বসছেন। অর্থাৎ ‘কৃষ ফোর’ হবে তার ডিরেক্টোরিয়াল ডেবিউ।
এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি ও আবেগ। 'কোই মিল গয়া' থেকে শুরু করে ‘কৃষ’, প্রতিটি কিস্তিই দর্শকের মনে দাগ কেটেছে। এবার সেই স্মৃতিগুলো ফিরতে চলেছে আগের চরিত্রদের হাত ধরেই। জানা গেছে, প্রীতি জিন্টা, রেখা এবং বিবেক ওবেরয় আগের চরিত্রেই ফিরবেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও ফিরতে পারেন প্রিয়া চরিত্রে—হৃতিকের সঙ্গে নতুন করে এক রোমাঞ্চকর পুনর্মিলনের ইঙ্গিত মিলছে।
চিত্রনাট্যে থাকছে টাইম ট্র্যাভেল এবং একাধিক টাইমলাইন নিয়ে দুর্দান্ত এক থ্রিল। একটি সূত্রের মতে, কৃষ এবার অতীত ও ভবিষ্যতের মাঝে ঘুরে বেড়াবে এক বিশাল বিপদ প্রতিরোধে। এমনকি এই ছবিতে হৃতিক রোশনকে তিনটি ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে, এক কথায় ট্রিপল হৃতিক! দর্শকদের জন্য এটি হবে আবেগ, অ্যাকশন আর প্রযুক্তির এক অনন্য মিশ্রণ।
এদিকে ফ্র্যাঞ্চাইজির মূল পরিচালক রাকেশ রোশন এবার সরে দাঁড়াচ্ছেন। তিনি জানিয়েছেন, “আমি ব্যাটনটা আমার ছেলে হৃতিকের হাতে তুলে দিচ্ছি। প্রথম দিন থেকেই সে এই স্বপ্ন নিয়ে বেঁচে এসেছে।” পিতা-পুত্রের এই প্রজন্মান্তরের ব্যাটন বদল যেন সিনেমার বাইরেও এক আবেগঘন মুহূর্ত।
শুটিং শুরু হবে ২০২৬ সালের শুরুতে। প্রাথমিক প্রস্তুতি ও কাস্টিং থেকে বোঝা যাচ্ছে, ‘কৃষ ফোর’ হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় সুপারহিরো মুভিগুলোর একটি। মাল্টি-জেনারেশন ও মাল্টি-ডাইমেনশন নিয়ে গড়ে ওঠা এই গল্প হবে ভারতীয় সিনেমার জন্য এক সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপ।
এসএন