চার বছর ধরে গড়ে তোলা এক স্বপ্নের ছবি, যেখানে গানের ছন্দে এগোয় গল্প, চরিত্রেরা বলে সংলাপের বদলে সুর — আর সেই ছবিই শেষমেশ মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। কিন্তু পরিচালক অনুরাগ বসুর কাছে আজও 'জগ্গা যাসুস' শুধুই একটা ফ্লপ নয়, বরং ভালোবাসার ফল।
সম্প্রতি গালাটা প্লাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ বসু জানান, ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘জগ্গা যাসুস’-এর সময় রণবীর কাপুর এবং তিনজনেই তাঁদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছিলেন। তাঁদের কাছে তখন টাকার চেয়ে বড় ছিল ভালোবাসা ও সৃজনশীলতা।
পরিচালকের কথায়, ‘‘রণবীর কম টাকা নিয়েছিল। আমিও পারিশ্রমিক কমিয়েছিলাম। কারণ আমরা এই প্রোজেক্টটা নিয়ে প্যাশনেট ছিলাম। আমরা নিশ্চিত করেছিলাম, প্রযোজক যেন ক্ষতির মুখে না পড়েন।’’
ছবিটির বাজেট ছিল প্রায় ১৩০ কোটি রুপি। রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার তৈরি হতে লেগেছিল চার বছর। কিন্তু মুক্তির পর দর্শক এই ব্যতিক্রমী উপস্থাপনার জন্য প্রস্তুত ছিল না। ফলস্বরূপ, বক্স অফিসে ছবি মুখ থুবড়ে পড়ে।
এই ব্যর্থতায় খুশি ছিলেন না রণবীরের বাবা, প্রয়াত ঋষি কাপুর। তিনি প্রকাশ্যেই ছবিটির জন্য অনুরাগ বসুকে দোষারোপ করেন এবং একে ‘মিসম্যানেজড’ বলে কড়া সমালোচনা করেন।
তবে সময় বদলেছে। ওটিটি যুগে ‘জগ্গা যাসুস’ নতুন করে আবিষ্কৃত হয়েছে। অনেক দর্শকের কাছেই এটি এখন ‘কাল্ট ফেভারিট’। এর অদ্ভুত গল্প বলার ধরন, বাদ্যযন্ত্রের মাধ্যমে সংলাপ, আর এক অন্যরকম রঙিন জগত — সব মিলিয়ে ছবিটি ধীরে ধীরে নিজের দর্শক তৈরি করেছে।
অনুরাগ বসু বলেন, “Netflix-এর মতো প্ল্যাটফর্মে এখন এই ছবি তার দর্শক খুঁজে পেয়েছে।”
এদিকে, পরিচালক এখন ব্যস্ত তাঁর নতুন সিনেমা Metro… In Dino নিয়ে। গত ৪ জুলাই মুক্তি পেয়েছে এই ছবিটি, যেখানে রয়েছেন নীনা গুপ্তা, আদিত্য রায় কাপুরসহ একাধিক জনপ্রিয় মুখ। প্রেম, সম্পর্ক ও শহুরে জীবনের টানাপোড়েন নিয়ে এই ছবিও অনেকটা আবেগময় অথচ এক্সপেরিমেন্টাল ধাঁচের।
যদিও 'জগ্গা যাসুস' বাণিজ্যিকভাবে সফল হয়নি, কিন্তু এটি আজও প্রমাণ করে, প্যাশনের সিনেমা শুধুই টাকায় হয় না, তা হয় হৃদয়ের গভীর অনুভব থেকে। আর রণবীর কাপুর, যিনি নিজেই এই ছবির সহ-প্রযোজক ছিলেন, তিনি কেবল সুপারস্টার নন, তিনি একজন প্রকৃত শিল্পী।
এসএন