চোখে ধাঁধা, মুখে দৃঢ়তা, প্রথম লুকেই চমকে দিল পরিচালক প্রসেনজিৎ হালদারের নতুন ছবি ‘গৌরী’। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিনেমার প্রথম পোস্টার ও টিজার লুক। আর সেখানেই ধরা দিলেন এক রহস্যময়ী নারী — যাঁর চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্জী।
প্রথম ঝলকেই স্পষ্ট, এই ‘গৌরী’ যেন শুধুই একজন নারী নন, তিনি এক শক্তি, এক প্রতিরোধ। তাঁর দৃষ্টি, আবহ আর পুরো পোস্টারের রঙ-ছায়ায় ফুটে উঠছে রহস্য, যন্ত্রণার গল্প এবং ক্ষমতার ইঙ্গিত।
ছবিতে প্রিয়াঙ্কার পাশাপাশি দেখা যাবে গুণী অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন ও তরুণ মুখ আরিয়ান ভৌমিককে।
পরিচালক প্রসেনজিৎ হালদার এর আগে থ্রিলারধর্মী স্বল্পদৈর্ঘ্য নির্মাণের জন্য প্রশংসিত হলেও, ‘গৌরী’ হতে চলেছে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য বড় পরিসরের থিম্যাটিক কাজ। ছবির টিজারে যতটুকু দেখা গেছে, তাতে বোঝা যাচ্ছে, এখানে শুধু নারীকেন্দ্রিক কাহিনি নয়, রয়েছে সমাজ, প্রতিবাদ ও অস্তিত্বের গল্প।
মুক্তির দিন ঠিক হয়েছে ২০২৫ সালের আগস্ট মাসে। এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোদমে। পোস্টার মুক্তির সঙ্গে সঙ্গে চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল, অনেকে বলছেন, ‘‘গৌরী আসছে, এবার হয়তো অন্যরকম একটা গল্প পাবো।’’
ছবির মূল কাহিনি গোপন রাখা হলেও জানা যাচ্ছে, এটি এক মহিলার যাত্রাপথের গল্প, যেখানে রয়েছে অতীতের ছায়া, সমাজের শৃঙ্খল আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার লড়াই।
প্রিয়াঙ্কা ভট্টাচার্জী এই চরিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন বলেও জানা গেছে। তিনি আগে বেশ কিছু নাট্যপ্রযোজনায় ও ইন্ডিপেন্ডেন্ট সিনেমায় অভিনয় করলেও ‘গৌরী’ হতে যাচ্ছে তাঁর প্রথম পূর্ণাঙ্গ মুখ্য চরিত্রের বড়পর্দার অভিষেক।
এই ছবির সংগীত, ব্যাকগ্রাউন্ড স্কোর ও চিত্রগ্রহণেও রাখা হচ্ছে বিশেষ মনোযোগ। কারণ নির্মাতাদের মতে, ‘গৌরী’ শুধু গল্প নয়, এটা এক অভিজ্ঞতা, এক অনুভূতি।
এসএন