সাজা মওকুফ করে মুক্তি পেলেন ২৯ বন্দি।
রোববার (১৩ জুলাই) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে যারা সাজা রেয়াতসহ ২০ বছর অতিবাহিত করেছেন, তাদের মধ্যে আরও ২৯ জন বন্দিকে সরকারের নির্দেশে কারা বিধি ৫৬৯ ও ফৌজদারি কার্যবিধি ৪০১(১)-এর অধীনে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিপ্রাপ্তরা সবাই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং তারা রেয়াতসহ অন্তত ২০ বছর কারাভোগ করেছেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে তারা এখন মুক্তভাবে সমাজে ফিরে যেতে পারবেন।
এমকে/টিকে