গৃহশ্রমিকের শ্রম আইনে স্বীকৃতি, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ ও শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর এশিয়া হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজর উদ্যোগে ‘গৃহশ্রমিকের স্বীকৃতি ও অধিকার : বাংলাদেশে পরিচর্যা কাজ ও পরিচর্যা কর্মীদের অধিকার মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।
সেমিনারে বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গৃহকর্মে নিযুক্ত শ্রমিকের ওপর নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা কিছুটা কমলেও গৃহশ্রমিকদের আইনি স্বীকৃতি, ন্যায্য অধিকার ও মানুষ হিসেবে মর্যাদা পাওয়ার অধিকারের তেমন অগ্রগতি হয়নি।
উপস্থিত গৃহশ্রমিকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে বলেন, বেশিরভাগ সময় কাজ করতে গিয়ে তাদের মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং সময় মতো কাজে না আসতে পারলে নিয়োগকারীর কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হতে হয়। অসুস্থতার কারণেও যদি কাজে যেতে না পারেন, তাহলে বেতন কর্তন ও ছাঁটাইয়ের সম্মুখীন হতে হয়।
বক্তারা বলেন, শুধু নীতিমালা দিয়ে লাভ হবে না যেহেতু এর বাধ্যবাধকতা নেই, এখন গৃহশ্রমিকদের অধিকার রক্ষায় পৃথক আইন প্রণয়ন করা প্রয়োজন। জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানাই।
সেমিনারে উপস্থিত ছিলেন বিলসের নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক বাদল খান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি সাকিল আখতার চৌধুরী প্রমুখ।
এফপি/ টিকে