লর্ডস টেস্টে হারের পাশাপাশি ভারতের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ত ের চোট। যে কারণে সিরিজের চতুর্থ টেস্টে এই ক্রিকেটারকে শুধুই ব্যাটার হিসেবে খেলাতে পারে ভারত। তবে এই সিদ্ধান্ত মানতে পারছেন না ভারতের সাবেক তারকা রবি শাস্ত্রী।
লর্ডস টেস্টে পেসার জাসপ্রিত বুমরাহর একটি বল তালুবন্দী করতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে চোট পান পান্ত । আঘাত পাওয়ার পর মাঠ ছেড়ে যান তিনি। তার বদলি হিসেবে উইকেটরক্ষকের দায়িত্ব সামলান ধ্রুব জুরেল।
কিপিংয়ের জন্য ফিট না হলেও পান্তকে ব্যাটার হিসেবে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে খেলানো হতে পারে। এমন আভাস দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। তবে এর সাথে একমত নন রবি শাস্ত্রী। ভারত দলের এমন ভাবনা হিতে বিপরীত হতে পারে বলে ধারণা তার।
আইসিসি রিভিউয়ে শাস্ত্রী বলেন, " আমার মনে হয় না, সে যদি কিপিং করতে না পারে তাকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলানো উচিত। কারণ তাকে তো ফিল্ডিং করতে হবে। সে যদি ফিল্ডিং করে, এতে তার চোটের অবস্থা আরও খারাপ হবে। গ্লাভস পরলে অন্তত কিছুটা সুরক্ষা থাকে। গ্লাভস ছাড়া, চোটের জায়গায় আবার আঘাত পায়, এটা খুব ভালো হবে না। এটা তার চোট আরও খারাপ করবে।"
পান্তের চোটের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে বললেন ভারতের সাবেক তারকা শাস্ত্রী।
" দেখতে হবে আঙুল ভেঙেছে কিনা। যদি ভাঙে কিংবা চিড় ধরে, তাহলে তাকে বিশ্রাম দিতে হবে এবং পুরো ফিট হয়ে ওভাল টেস্টে ফিরবে। তার এখন কোনো বিকল্প নেই। আর দল এখন জানল যে সে চোট পেয়েছে। পরের টেস্টের একাদশে তাকে রাখতে হলে, তাকে কিপিং করতে হবে এবং ব্যাটিংও করতে হবে। দুটির মধ্যে একটি হলে হবে না। সে যদি পুরো ফিট থাকে এবং কোনো চিড় ধরা না পড়ে, আমার মনে হয় সে খেলবে।"
লর্ডস টেস্টে ২২ রানের রোমাঞ্চকর জয়ের পর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে মাঠে গড়াবে সিরিজের চতুর্থ টেস্ট।
এফপি/টিএ