‘সালার: পার্ট ১ – সিজফায়ার’ ছিল বছরের অন্যতম আলোচিত সিনেমা। প্রভাস ও প্রিথ্বীরাজ সুকুমারনের অসাধারণ রসায়নে ভরা এই অ্যাকশনধর্মী কাহিনি দর্শকদের হৃদয়ে গেঁথে যায়। এবার সেই উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে ফিরছে ‘সালার ২’। আর এই প্রত্যাবর্তনের শুরুতেই চমক দিলেন প্রিথ্বীরাজ।
নেটফ্লিক্সের ‘সারজমিন’ প্রচারে গিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলে বসেন, ‘প্রভাসের মুখোমুখি হতে আর তর সইছে না।’ এই একটি বাক্যেই যেন কাঁপিয়ে দিলেন ভক্তদের হৃদয়। বোঝাই যাচ্ছে, ‘সালার ২’-তে আসছে উচ্চমাত্রার টানটান উত্তেজনা আর ভয়ংকর মুখোমুখি লড়াই।
প্রথম পর্বে প্রিথ্বীরাজের চরিত্রটি যেমন গভীরতা পেয়েছিল, এবার তেমনই দেখা যাবে তার চরিত্রের আরও শক্তিশালী রূপ। প্রভাসের বিপরীতে দাঁড়িয়ে এমন এক প্রতিপক্ষ হয়ে উঠবেন তিনি, যার সঙ্গে সংঘর্ষ মানেই ধ্বংস, রক্তপাত আর বিস্ফোরণ।
প্রথম ছবির পর থেকেই দর্শকরা অপেক্ষায় ছিলেন—কবে শুরু হবে সেই চূড়ান্ত দ্বন্দ্বের পর্ব? এবার অভিনেতার মুখ থেকেই মিলেছে সেই ইঙ্গিত। তিনি আশ্বাস দিয়েছেন, ‘সালার ২’ হবে আরও বড়, আরও ভয়ংকর, আরও আবেগঘন।
অভিনয়গুণ, সংলাপ ও নির্মাণশৈলীতে প্রথম ছবিটি যেভাবে দর্শকদের মুগ্ধ করেছিল, sequel-এর প্রত্যাশা তার চেয়েও বেশি। একদিকে প্রভাসের বেপরোয়া রূপ, অন্যদিকে প্রিথ্বীরাজের তীক্ষ্ণ মেধা ও ছলনাময় উপস্থিতি—সব মিলিয়ে আসছে এক বিধ্বংসী রোমাঞ্চ।
এই ঘোষণার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ‘সালার ২’ এখন শুধু আর একটি সিনেমা নয়, এটি হয়ে উঠেছে এক ‘ইভেন্ট’, যা দেখতে মুখিয়ে আছেন কোটি ভক্ত।
এফপি/টিএ