টালমাটাল দক্ষিণী ক্যারিয়ার... একের পর এক ব্যর্থ ছবি, যেমন ‘গুন্টুর কারাম’ কিংবা ‘স্কন্দা’। এর মাঝেই এবার বড় এক মোড় ঘোরাতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। শোনা যাচ্ছে, অনুরাগ বসুর রোম্যান্টিক মিউজিক্যাল ‘আশিকি ৩’-এর হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। তার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
অনুরাগ বসুর সংবেদনশীল গল্প বলার কায়দা আর ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির আবেগঘন ঐতিহ্য—এই দুইয়ের মেলবন্ধন নতুন করে আলোচনায় এনেছে ছবিটিকে। সম্প্রতি সাইয়ারা গান দিয়ে দর্শকদের যে আবেগী তরঙ্গে ভাসিয়েছে ‘আশিকি’ ইউনিভার্স, ঠিক সেখানেই নিজেকে মেলে ধরার সুযোগ পেতে পারেন শ্রীলীলা।
দক্ষিণে যখন তাঁর ক্যারিয়ার কিছুটা খাদের কিনারায়, তখন এই বলিউড ব্রেক হয়ে উঠতে পারে ‘প্যান-ইন্ডিয়া’ পর্যায়ে তাঁর বড় প্রত্যাবর্তনের সিঁড়ি।
তবে শুধু বলিউড নয়, তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রিতেও শ্রীলীলার হাতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট। ‘পরাশক্তি’ (তামিল) এবং ‘মাস জাথারা’ (রবি তেজার সঙ্গে, তেলুগু) — এই দুই ছবি তাঁর ঝুলিতে থাকায় বোঝাই যাচ্ছে, তিনি আপাতত হাল ছাড়ছেন না।
দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেম, সুর আর আবেগের মিলনে এবার কী শ্রীলীলা খুঁজে পাবেন তাঁর ক্যারিয়ারের নতুন গতি?
এসএন