যুক্তরাজ্যে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) আসরে ভারতীয় খেলোয়াড়দের দুইবার পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতির জেরে কড়া পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বৃহস্পতিবার বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে কোনো বেসরকারি লিগ পিসিবির আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে পারবে না।
পিসিবি জানিয়েছে, বৈশ্বিকভাবে প্রচারিত টুর্নামেন্টে এমন ঘটনা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণেই ভবিষ্যতে দেশের নাম ব্যবহারের ক্ষেত্রে কড়া যাচাই-বাছাই করা হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেবলমাত্র বিশ্বস্ত ও স্বীকৃত লিগের ক্ষেত্রেই এই অনুমতি দেওয়া হবে।
তবে চলতি আসরে পাকিস্তান চ্যাম্পিয়নস দলকে শনিবার দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের বিপক্ষে ফাইনালে খেলতে অনুমতি দেওয়া হয়েছে। পিসিবি স্পষ্ট করেছে, এটাই হবে এমন নাম ব্যবহারের শেষ সুযোগ।
সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে নিম্নমানের বেসরকারি লিগে পাকিস্তানের নাম ব্যবহার হওয়ায় বোর্ডের নজরে আসে বিষয়টি।
মান নিয়ন্ত্রণ ও সুনামের স্বার্থে এ নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে।
পিসিবির এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে পাকিস্তান সরকার ও আন্তঃপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রণালয়। তারা জাতীয় মর্যাদা রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।
পিএ/টিএ