বলিউডে উঠে এসেছে নতুন ফিটনেস আইকন খুশি কাপুর। যিনি এবার চ্যালেঞ্জ করে বসলেন নিজের শরীরকেই। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ২৯০ কেজি ওজন নিয়ে হিপ থ্রাস্ট করছেন খুশি, যা দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি তার এই অসাধারণ ফিটনেস যাত্রা নতুন অনুপ্রেরণা জোগাচ্ছে সবাইকে। প্রশিক্ষকের নজরদারিতে করা এই দুর্দান্ত কসরতের পর ক্যাপশনে খুশির মন্তব্য, ‘আমাকে দেখলে মনে হবে না, কিন্তু আমি খুশি’।
খুশি কাপুরের অভিনয়ের যাত্রা শুরু হয় নিউইয়র্ক ফিল্ম একাডেমির স্টুডেন্ট শর্ট ফিল্ম ‘স্পিক আপ’-এ, যেখানে তিনি নায়না চরিত্রে অভিনয় করেন। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ দিয়ে বলিউডে পা রাখেন। এরপর ২০২৫ সালে ‘লাভেয়াপা’ সিনেমায় জু্নায়েদ খানের বিপরীতে কাজ করেন। যা তামিল হিট সিনেমা ‘লাভ টুডে’র হিন্দি রিমেক হলেও বক্স অফিসে সফলতা পায়নি। পরে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি ‘নাদানিয়া’-তেও অভিনয় করেন, যেখানে তার সহঅভিনেতা ছিলেন ইব্রাহিম আলি খান।
অন্যদিকে, খুশির বাবা বনি কাপুরও ওজন কমিয়ে আলোচনায় এসেছেন। ২৬ কেজি ওজন কমিয়ে তিনি নতুনভাবে নিজেকে গড়েছেন এবং ইনস্টাগ্রামে তার সফলতার গল্প শেয়ার করেছেন, যা অনুপ্রেরণা জোগাচ্ছে নেটিজেনদের। এছাড়া খুশির বোন জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘পরম সুন্দরী’ আগামী ২৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। কেরালার ব্যাকওয়াটার পটভূমিকে কেন্দ্র করে তৈরি এই ছবি হবে ভালোবাসা, মজার এবং চমকের এক দুর্দান্ত যাত্রা।
টিকে/