কেনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির পশ্চিমাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় গত শুক্রবার বিকেলে কিসুমু-কাকামেগা মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যাত্রীবাহী ওই বাসটি খাদে উল্টে পড়ে বলে তথ্য উঠে এসেছে পুলিশ প্রতিবেদনে। এলাকাটি প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার জন্য কুখ্যাত।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ নারী, ১০ পুরুষ এবং এক কন্যাসহ মোট ২১ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ যাত্রী, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

বাসের যাত্রীরা একটি কবরস্থান থেকে ফিরছিলেন এবং ধারণা করা হচ্ছে, তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনাকবলিত এই বাসটি ছিল একটি মাধ্যমিক বিদ্যালয়ের গাড়ি, তবে তাতে কোনও শিক্ষার্থী ছিল না, কারণ সেটি অন্ত্যেষ্টিক্রিয়ার পরিবহন হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

বাসটি নিয়াহেরা থেকে ন্যাকাচের উদ্দেশে যাচ্ছিল।

কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বেঁচে যাওয়া আহতদের সহায়তার জন্য জরুরি রক্তদানের আহ্বান জানিয়েছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মন্ত্রণালয় চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে দেশজুড়ে বাড়তে থাকা সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দ্রুত তদন্ত করে ‘যে কোনও অবহেলার জন্য দায়ীদের আইনের আওতায় আনা’ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ট্রাফিক লঙ্ঘন মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

কেনিয়ার জাতীয় পরিবহন ও সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে সহায়তা করবে।

এর আগে এ সপ্তাহের শুরুতে রাজধানী নাইরোবিতে একটি মেডিকেল চ্যারিটির ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার নাইভাশা শহরে একটি বাস ও ট্রেনের সংঘর্ষে নয়জন নিহত হন। আর শনিবার নাইরোবির কাছে আরেকটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

২০২০ থেকে ২০২১ সালের মধ্যে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২১ সালে দেশটিতে ৪৫০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন।

পিএ/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে : ফখরুল Aug 12, 2025
img
ফয়সালকে নির্যাতনের অভিযোগ, মুখ খুলল আমিরের পরিবার Aug 12, 2025
img
ইরানে ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেপ্তার Aug 12, 2025
img
জন্মদিনে সৎ মায়ের কাছ থেকে যে বার্তা পেলেন সারা Aug 12, 2025
img
সত্য কথা বলার কারণে সারজিসের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে : মুফতি ফয়জুল করীম Aug 12, 2025
img
জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে বুধবার Aug 12, 2025
img
পাকিস্তানে ব্রাহমোস মিসাইল নিক্ষেপের ইঙ্গিত মিঠুনের Aug 12, 2025
img
জুলাই সনদে একবিন্দু পর্যন্ত ছাড় দেব না : নাহিদ Aug 12, 2025
আমি একটি পরিবর্তনশীল বাংলাদেশে সীমাহীন সম্ভাবনা দেখতে পাচ্ছি: প্রধান উপদেষ্টা Aug 12, 2025
আ'ন্দোলন দমাতে চাঁদা দাবি করা এনসিপির সেই নেতা বহিষ্কার Aug 12, 2025
বাংলাদেশসহ পাঁচ দেশ ফেরত দেয়নি পুরোনো ঋণ, বিপাকে ইসলামাবাদ Aug 12, 2025
শুভশ্রী-রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে বিতর্কে দেব! Aug 12, 2025
প্রিয়াঙ্কার নতুন পোস্টে চমক ফ্যানদের মাঝে Aug 12, 2025
কোহলিকে টপকে টি-টোয়েন্টি রেকর্ডে ওয়ার্নারের উত্থান Aug 12, 2025
img
এনসিপির ঘরে সুবাতাস বইছে : মোস্তফা ফিরোজ Aug 12, 2025
ভয়াবহ দুটি জিনিস থেকে বাঁচার দোয়া Aug 12, 2025
img
সোশ্যাল মিডিয়ায় শীর্ষে অপূর্ব, পেছনে শাকিব-নিশো Aug 12, 2025
img
আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা Aug 12, 2025
img
সিন্ধু চুক্তিতে ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান Aug 12, 2025
img
আমেরিকার সমর্থনেই পাকিস্তানের সেনাবাহিনীর এতো স্পর্ধা বেড়েছে Aug 12, 2025