২০২২ সালে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে একান্ত সময়ের ছবি প্রকাশ্যে আনেন ললিত মোদী। শুধু ছবি দিয়ে ক্ষান্ত হননি, সুস্মিতাকে সরাসরি অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করে বসেন প্রাক্তন আইপিএলের এই ব্যক্তিত্ব।
সমুদ্রসৈকতে দুজনের ছবি প্রকাশ্যে আসতে নিমেষেই ভাইরাল হয়ে যায়। যদিও সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন সুস্মিতা।
সেই সময় চুপ ছিলেন ললিতও। তবে পরবর্তীতে ললিত মোদীর বিষয়ে স্পষ্ট উত্তর দেন সুস্মিতা। জানান, সেটি শুধুই একটি অধ্যায় ছিলো।
‘মিড-ডে’-কে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি জীবনে মাত্র একবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন শুধুমাত্র এই বিষয়টি করার জন্য যে তিনি বিয়ে করেননি।
জীবনের সেই সময়টাকে তিনি কেবল আরেকটি অভিজ্ঞতা হিসেবে দেখেন। বিয়ের প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এই বিষয়ে তিনি হয় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হন, নয়তো একেবারেই না। তার মনে হয়েছিল, ললিত মোদীর বিষয়ে কথা বলা জরুরি। কারণ অনেক সময় নীরবতা দুর্বলতা বা ভয়ের প্রকাশ হিসেবে ভুল বোঝা যেতে পারে।
সেই একটিমাত্র পোস্ট দিয়ে গুজবের জবাব দেওয়ার পর তিনি আর কোনো প্রতিক্রিয়া জানাননি।
এদিকে, ললিত মোদীর সঙ্গে ছবি ভাইরাল হবার পর সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ তকমা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিমস প্রকাশ করা হয় যা সেই সময় বেশ আলোড়ন ফেলেছিল। এ প্রসঙ্গে সুস্মিতা বলেন, তাকে নিয়ে তৈরি সব মিমস তিনি উপভোগ করছেন। তবে তার মতে, কাউকে যদি ‘গোল্ড ডিগার’ বলা হয়, তবে তাকে যেন ব্যক্তিগত স্বার্থে বা প্রচারের জন্য ব্যবহার না করা হয়। তিনি আরও জানান, সোনার চেয়ে হীরাকে বেশি পছন্দ করেন তিনি।
অবশ্য সুস্মিতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কিছুদিন পরই ললিত নিজের নতুন এক প্রেমিকার ছবি প্রকাশ্যে আনেন। ভ্যালেন্টাইন্স ডে-তে আবারও প্রেমের স্বীকারোক্তি শোনা যায় তার মুখে। বলতে গেলে সেই ঘটনার মধ্য দিয়ে সুস্তিতাকে নিয়ে গুঞ্জনে পানি ঢালেন তিনি।
এমকে/টিএ