অনুশীলনে ফিরলেন মেসি, তবে সেমিফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তা

সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামছে ইন্টার ময়ামি। ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৬টায়। তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় লিওনেল মেসির ইনজুরি। দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তিনি। তবে অভিযোগ উঠেছে পুরোপুরি ফিট হওয়ার আগেই এল এ গ্যালাক্সির বিপক্ষে তাকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। এ জন্য ইনজুরি থেকে সুস্থ হতে দেরি হচ্ছে মেসির।

দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। এটাই একমাত্র সুসংবাদ। তবে এই সংবাদের ভেতরেও রয়েছে অনিশ্চয়তা। অনুশীলনে ফিরলেও আর্জেন্টাইন অধিনায়ক লিগস কাপের সেমিফাইনালে খেলতে পারবেন কি না তা নিয়ে নেই স্পষ্ট কোনো বার্তা।

সময় ভালো যাচ্ছে না মেসির। ইনজুরি তাকে বেশ ভোগাচ্ছে। অথচ কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন তিনি। চলতি মৌসুমেই মিস করেছেন চার ম্যাচ। মেসির মতো অবস্থা না হলেও ইনজুরিতে ছিলেন জর্ডি আলবাও। সুখবর তাদের দু-জনই ফিরেছেন অনুশীলনে। অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আলবা মোটামুটি নিশ্চিত।



এ বিষয়ে সহকারী কোচ হাভিয়ের মোরালেস বলেন, ‘জর্ডি আলবা এবং লিওনেল মেসি দলের সঙ্গে অনুশীলন করেছে। এখন আমরা দেখবো সারদিন সে (মেসি) কেমন অনুভব করে। আগামীকাল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, পরের ম্যাচে সে খেলতে পারবে কি না। তবে তাদের যে আমরা অনুশীলনে পেয়েছি এটাই অনেক বড় বিষয়। আমরা আশা করছি সে দলে থাকবে। তার আসলে যে ধরনের ইনজুরি হয়েছে, এটা পর্যবেক্ষণের জন্য অপেক্ষায় থাকা ছাড়া আর কিছু করার নেই। এটাই হচ্ছে পূনর্বাসন প্রক্রিয়া।’

এই মুহূর্তে লিওনেল মেসিকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার শিকার ইন্টার মায়ামি কোচিং স্টাফ। অভিযোগ উঠেছে পুরোপুরি ফিট না হওয়ার পরও এল এ গ্যালাক্সির বিপক্ষে তাকে মাঠে নামানো হয়েছিল। এ জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে হাভিয়ের মাশ্চেরানোকে। যদিও সিদ্ধন্তটা একক ছিল না বলেই জানিয়েছেন ইন্টার মায়ামি সহকারি কোচ।

তিনি বলেন, ‘যেকোনো সিদ্ধান্ত আমরা আলোচনা করেই নেই। বিষয়টা এমন না যে হাভি একা এই সিদ্ধান্ত নিয়েছে। বাইরে থেকে দেখে আপনি খুব বেশি বুঝবেন না। মেসিকে খেলানো এটা শুধু কোচিং স্টাফের সিদ্ধান্ত ছিল না। টিম ডক্টর সবকিছু পর্যবেক্ষণ করেই সবুজ সংকেত দিয়েছিলেন। এরপরই তাকে খেলানো হয়েছে। তবে অনেক সময়ই কারণ তছাড়াই কিছু ঘটনা ঘটে যায়। আমরা যেটা করেছি সেটা দলের স্বার্থেই। তারপরও আরো সতর্ক হওয়া উচিৎ ছিল। কারণ ফুটবলারটা লিওনেল মেসি।’

অরল্যান্ডো সিটির বিপক্ষে পরিসংখ্যানও খুব একটা সমৃদ্ধ নয় ইন্টার মায়ামির। গেলো মৌসুমে ওদের বিপক্ষে হেরেছিল দুটো ম্যাচ। তাই শীর্ষ চারের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে হেরন্স। সেটা আরও বড় করে তুলেছে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ক্যাশলেস ইকোনমি যেন ইনকামলেস ইকোনমিতে পরিণত না হয় : দেবপ্রিয় ভট্টাচার্য Aug 28, 2025
img
‘প্রকৌশল শিক্ষার্থীদের ওপর এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ Aug 28, 2025
img
যশবর্ধনের ছবি সাইয়ারার চেয়েও ভালো হবে, দাবি সুনীতা আহুজার Aug 28, 2025
img
সুপারস্টার রজনীকান্তের জীবনকাহিনী থেকে আসছে বায়োপিক! Aug 28, 2025
img
জন আব্রাহামের ‘তেহরান’ জি৫-এ গড়ল দ্রুততম রেকর্ড Aug 28, 2025
img
জন্মদিনেই মুক্তি পেতে যাচ্ছে রাম চরণের ‘পেড্ডি’ Aug 28, 2025
img
‘ব্রিজ’-এ মাধবনের সঙ্গে জুটি বাঁধলেন রাশী খান্না Aug 28, 2025
img
আখণ্ডা ২-এর পর এবার আদিত্য ৯৯৯ এর প্রস্তুতিতে বালাকৃষ্ণ Aug 28, 2025
img
বছরে টাকা ছাপানো-বিতরণে ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর Aug 28, 2025
img
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Aug 28, 2025
img
শাহবাগে যান চলাচল শুরু Aug 28, 2025
img
আলিয়াকে খোঁচা দিয়ে সমালোচনার মুখে পায়েল Aug 28, 2025
img
বৃহস্পতিবার দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের Aug 27, 2025
img
সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা Aug 27, 2025
img
মোরসালিন-কিউবাদের অনুশীলনে আবারও ক্যাবরেরা Aug 27, 2025
img
পিআর টিআর বুঝি না, আগের পদ্ধতিতে নির্বাচন হবে : বুলু Aug 27, 2025
img
দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের Aug 27, 2025
img
ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার গ্রেফতার Aug 27, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার Aug 27, 2025
img
রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম Aug 27, 2025